এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হঠাৎই ববিকে সমর্থন দিলীপের, একি ঘটলো বঙ্গ রাজনীতিতে?

হঠাৎই ববিকে সমর্থন দিলীপের, একি ঘটলো বঙ্গ রাজনীতিতে?


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার মেয়র হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরে সবুজায়নের কথা শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের গলায়। শুধু তাই নয়, দৃশ্য দূষণ ঠেকানোর জন্য কলকাতা পৌরসভা যে একাধিক পদক্ষেপ গ্রহণ করবে, সেই কথাও জানিয়েছিলেন তিনি। আর এই পরিস্থিতিতে বিজ্ঞাপন নীতি আনার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরসভা। আর আর ফিরহাদ হাকিমের সেই বক্তব্যকেই এবার স্বাগত জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা পৌরসভার বাজেট অধিবেশনে দৃশ্য দূষণ ঠেকানোর কথা জানান মেয়র ফিরহাদ হাকিম। আর সেই বিষয়টি নিয়েই এদিন পাল্টা মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে তিনি বলেন, “পৌরসভার সিদ্ধান্তকে স্বাগত জানাই।” বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে গঠনগত বিরোধী নেতার পরিচয় দিলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, পৌরসভার এই সিদ্ধান্ত অত্যন্ত সদর্থক। তাই এই সিদ্ধান্তকে স্বাগত জানানো যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!