এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনা বাড়িয়ে অধিকারী পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ালো কেন্দ্র

জল্পনা বাড়িয়ে অধিকারী পরিবারের সদস্যদের নিরাপত্তা বাড়ালো কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যে বারবার অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের বারবার মারধর, লাঞ্ছনা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এরপর দলের হেভিওয়েটদের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিজেপি। এই পরিস্থিতিতে এবার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।

বিজেপিতে যোগদানের পর থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে। আর এবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুই সাংসদের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই লঘু করে দেয়া হয়েছে। এরপর তাঁদের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুই হেভিওয়েটের নিরাপত্তা নিরাপত্তা বৃদ্ধির এই পদক্ষেপ নানা প্রশ্ন, নানা জল্পনা তুলে দিয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাঁর ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। পরবর্তী কালে তাঁর পিতা শিশির অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী এখনও বিজেপিতে যোগদান করেননি। এখনো তিনি তৃণমূলেই রয়েছেন।

কাঁথির তৃণমূল সাংসদ হলেন দিব্যেন্দু অধিকারী। এখনো পর্যন্ত তিনি তৃণমূলেই রয়েছেন। বিজেপির কোন সভাতেও তাঁকে উপস্থিত হতে দেখা যায়নি। তবে দলের সঙ্গে তাঁর সম্প্রতি খুব একটা যোগাযোগ নেই বলেই জানা যাচ্ছে। যে কোন সময় তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, এমন একটা জল্পনা চলছে তীব্রভাবে। এই পরিস্থিতিতে এবার তাঁদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!