এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সময় নষ্ট করে কেন্দ্রীয় বাহিনী আটকাতে চাইছে রাজ্য” শাসককে কটাক্ষ দিলীপের !

“সময় নষ্ট করে কেন্দ্রীয় বাহিনী আটকাতে চাইছে রাজ্য” শাসককে কটাক্ষ দিলীপের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্রমাগত কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানো নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, বিভিন্ন বেঞ্চে গিয়ে সময় নষ্ট করতে চাইছে রাজ্য সরকার। কারণ কেন্দ্রীয় বাহিনী আসলে ভোটে হেরে যাবে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, “কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই বেঞ্চ ওই বেঞ্চে গিয়ে সময় নষ্ট করতে চাইছে রাজ্য। কারণ কেন্দ্রীয় বাহিনী আসলে বিরোধীরা যে উৎসাহ নিয়ে নমিনেশন জমা দিয়েছে, সেই উৎসাহে তারা অনেক জায়গায় জয়লাভ করবে। তৃণমূলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে যাতে কেন্দ্রীয় বাহিনী না আসে, তার জন্য রাজ্য সময় নষ্ট করছে।”

বলা বাহুল্য, এতদিন দিলীপ ঘোষের এই কথাই শোনা গিয়েছিল সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীদের গলায়। আর এবার তিনিও বুঝিয়ে দিতে চাইলেন, রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীর কারণে চাপে রয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনী যাতে না আসে, তার জন্যই শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য এবং নির্বাচন কমিশন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!