তবে কি মুখ্যমন্ত্রীর সাথে দূরত্ব নাকি অন্যকিছু জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন ভারতী রাজ্য December 28, 2017 কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের পদ থেকে তাঁকে বদলি করা হয়েছিল। নতুন পদে নিযুক্ত করা হয়েছিল তাঁকে, ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে তিনি নিযুক্ত হয়েছিলেন। যাঁর কাঁধে পুরো জঙ্গল মহলের দ্বায়িত্ব ছিল এবং সেই দ্বায়িত্ব খুব ভালোভাবেই পালন করছিলেন হঠাৎ কি এমন হলো যে তাঁকে বদলি করা হলো এই নিয়ে কম জল্পনা হয়নি। অনেকে বলেছিলেন যে মুকুল রায়ের ভয়ে, আবার অনেকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে তবে কি দূরত্ত্ব বাড়লো ভারতী দেবীর? যদিও তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। আর এবার তার মধ্যেই জল্পনা বাড়িয়ে ইস্তফা দিলেন ভারতী দেবী। যদিও এখন তিনি আপাতত ৯০ দিনের ছুটিতে রয়েছেন৷ রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে নয়া পদে যোগ না দিয়ে রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থকে এদিন নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। আপনার মতামত জানান -