এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > হেভিওয়েট মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে বিধানসভায় ধুন্ধুমার! অপমানিত বিরোধীদের চূড়ান্ত ক্ষোভ!

হেভিওয়েট মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে বিধানসভায় ধুন্ধুমার! অপমানিত বিরোধীদের চূড়ান্ত ক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুই দিনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। আর প্রথম দিন থেকেই তৈরি হয়েছে সমস্যা। সূত্রের খবর, আজ বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হতেই রীতিমত তুলকালাম শুরু হয়ে গেল। যেখানে রাজ্যের মন্ত্রী তাপস রায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিরোধীরা। আর হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্যে রীতিমত চাপে পড়ে গেল শাসক পক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকেই বিধানসভার দুদিনের অধিবেশন শুরু হয়েছে। এদিন প্রথমেই নেতাজির 125 তম জন্ম জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেওয়ার আগে “জয় শ্রীরাম” ধ্বনি বিষয়টি তুলে ধরে তার নিন্দা করেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়। আর এর পরেই বাম এবং কংগ্রেসের দিকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাকে।

স্বাভাবিকভাবেই রাজ্যের মন্ত্রীর মুখ থেকে এই ধরনের বিতর্কিত মন্তব্য শোনার পরই রীতিমত প্রতিবাদ শুরু করে দেয় বাম এবং কংগ্রেস বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। স্বাভাবিকভাবেই অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল, তাতে রীতিমত চাপে পড়ে যায় শাসকদল।

এদিকে পরিস্থিতি যখন ক্রমশ আয়ত্তের বাইরে যেতে শুরু করে, তখন ময়দানে নামতে হয় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তাপস রায়ের সেই মন্তব্যটি বিধানসভায় নথিভূক্ত যাতে না করা হয়, তার জন্য নির্দেশ দিতে দেখা যায় তাকে। কিন্তু কি এমন হয়েছিল, যার কারণে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তারা এই ভাবে ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন? এদিন এই প্রসঙ্গে রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “নেতাজির জন্ম বার্ষিকীতে জয় শ্রীরাম স্লোগান নিন্দনীয়। এই বিষয়ে আমরা প্রথমেই বিরোধিতা করেছি। কিন্তু আমাদের যেভাবে অপমান করা হল, সেটাও নিন্দনীয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিরোধীদের পক্ষ থেকে তাপস রায়ের এই মন্তব্য কে নিয়ে প্রতিবাদ করা হলেও, নেতাজির জন্ম জয়ন্তীর দিন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য সকলের নিন্দা করা উচিত বলে দাবি করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশ্লেষকরা বলছেন, নেতাজীর জন্মজয়ন্তীর দিনে জয় শ্রীরাম স্লোগান ওঠার পর মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে।

তবে সেই বিষয় যে বিধানসভা অধিবেশনে পৌঁছে যাবে, তা আগেভাগেই কল্পনা করা হয়েছিল। কিন্তু বিধানসভা অধিবেশন এই বিষয়ে আসার সাথে সাথেই যেভাবে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ল এবং ময়দানে নেমে পড়লেন বাম কংগ্রেস বিধায়করা, তাতে শাসকদলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!