এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষ্য ২০২১-এর বিধানসভা ভোট, ঘর গোছানোর কাজ শুরু করল তৃণমূল!

লক্ষ্য ২০২১-এর বিধানসভা ভোট, ঘর গোছানোর কাজ শুরু করল তৃণমূল!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণবাদ্য ইতিমধ্যেই বেজে উঠেছে। শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়ে গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি এই নির্বাচনের প্রধান দুই প্রতিপক্ষ। উভয়ের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তাই আগামী নির্বাচনের বিষয়ে কোন খামতি রাখতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কারণে জেলা, ব্লক, বুথ স্তরে চলছে সাংগঠনিক রদবদল।

সম্প্রতি মালদহ জেলা তৃণমূলের ব্লক সভাপতি অন্যান্য বেশকিছু পদাধিকারী সদ্য মনোনীত হয়েছেন। গতকাল রবিবার মালদহ জেলা পরিষদের সভাকক্ষে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল মালদহ জেলা তৃণমূল কংগ্রেস। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, মালদহ জেলা তৃণমূল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা তৃণমূলের তিন কো-অর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়, দুলাল সরকার, অম্লান ভাদুড়ি প্রমুখরা। এরা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য মনোনীত জেলার ব্লক সভাপতি ও কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারী।

এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হলো যে, আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ব্লক কমিটির একটি তালিকা তৈরি করে জেলা কমিটির কাছে পাঠাবেন এই জেলার ব্লক সভাপতিরা। এই তালিকা তৈরি করতে তৃণমূলের ব্লক সভাপতি, গুরুত্বপূর্ণ কিছু পদাধিকারী, বিভিন্ন ব্লকে থেকে মনোনীত জেলা কমিটির পদাধিকারী ও সদস্যরা, তৃণমূল দলের জেলা কো-অর্ডিনেটরদের সঙ্গে আলোচনা করবেন। তাঁরা তাদের এই তালিকা পাঠাবেন জেলা নেতৃত্বকে। এরপর জেলা নেতৃত্ব এই তালিকা বিষয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা করবে। এমনটাই সিদ্ধান্ত নেয়া হলো তৃণমূল দলের পক্ষ্য থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে দলকে সতেজ করে তুলতে চলতি সপ্তাহ থেকেই জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে সপ্তাহে একবার করে সম্মেলন করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এই সপ্তাহ থেকেই শুরু হওয়া এই সম্মেলনে আবশ্যিক ভাবে উপস্থিত থাকবেন তৃণমূলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, জেলার তিন কো-অর্ডিনেটর, দুজন মুখপাত্র প্রমুখরা। আজ সোমবার জেলা তৃণমূলের কিছু সদস্য ও পদাধিকারীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে চলেছে শাসকদল তৃণমূল।

প্রসঙ্গত, মালদা জেলা তৃণমূলের অন্যতম মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন যে, জেলার মোট ১২ টি বিধানসভা কেন্দ্রে যে সম্মেলনের আয়োজন করা হবে, সেই সম্মেলনগুলোরমূল আয়োজক হবেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের কো-অর্ডিনেটররা। সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, করোনা সংক্রান্ত স্বাস্থবিধিকে পরিপূর্ণ ভাবে মান্য করেই আয়োজিত হবে এই সম্মেলন গুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!