এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সর্বভারতীয় শিক্ষক সংগঠনের আন্দোলনের জেরে ‘এক দেশ এক বেতন ক্রম’ কি দিনের আলো দেখবে আগামী সপ্তাহেই?

সর্বভারতীয় শিক্ষক সংগঠনের আন্দোলনের জেরে ‘এক দেশ এক বেতন ক্রম’ কি দিনের আলো দেখবে আগামী সপ্তাহেই?


এই রাজ্যের বঞ্চিত প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার, অন্তত বিশেষজ্ঞ মহলের ধারণা তাই। আর এর পিছনে রয়েছে সর্বভারতীয় শিক্ষক সংগঠন ‘বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের (BNUPSS/ABRSM)’ ‘এক দেশ এক বেতন ক্রম’ নিয়ে লাগাতার আন্দোলন। সূত্রের খবর, আগামী সপ্তাহে শ্রম মন্ত্রক আইন আনতে চলেছে লোকসভা ও রাজ্যসভায়। যে আইন অনুযায়ী, কেন্দ্রের সুপারিশমত দেশের সবকটি রাজ্যকে একযোগে সমহারে বেতন দিতে হবে।

নতুন আইনের ফলে, এটা একপ্রকার বাধ্যতামূলক হয়ে যাবে বলেই দাবি সংগঠনটির। সংগঠনটির রাজ্য সম্পাদক চিরঞ্জীত ধীবর জানিয়েছেন, পূর্বে ৪৫(২) ধারা অনুযায়ী বেতন দেওয়ার যে স্বাধীনতা রাজ্যের ছিল সেটা আর খাটবে না। সবকটি আইন সংশোধন করে নতুন আইন বলবৎ হতে চলেছে। লোকসভার স্ট্যান্ডিং কমিটি এই বিল অনুমোদন করেছে। সামনের সপ্তাহে লোকসভা ও রাজ্যসভায় তা পেশ হতে পারে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস জানিয়েছেন, এই আইন অনুযায়ী রাজ্যের সমস্ত ধরনের কর্মচারীকে, এমনকি বেসরকারি কর্মচারীর ক্ষেত্রেও কেন্দ্রীয় সুপারিশ অনুযায়ী বেতন দিতে হবে। আর তা, এই বছরের ১ লা এপ্রিল থেকে কার্যকরী করার উদ্যোগ নিয়েছে শ্রম মন্ত্রক ও কেন্দ্র সরকার বলেও জানা গেছে। আর তা যদি হয় তাহলে অবশ্যই কেন্দ্র সরকার ও সর্বভারতীয় শিক্ষক সংগঠন ABRSM-কে রাজ্যের PRT আন্দোলনকারী সমস্ত শিক্ষক অবশ্যই কুর্নিশ জানাবেন।

প্রসঙ্গত, সর্বভারতীয় শিক্ষক সংগঠন ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ বা ABRSM বহুদিন ধরেই এই বিষয়ে সরব। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে ডেপুটেশন দেওয়া ও দফায় দফায় বৈঠক করে সংগঠনটি। এদিকে তারই রাজ্য শাখা BNUPSS প্রাথমিক শিক্ষকদের জন্য “এক দেশ এক বেতন” দাবী নিয়ে জেলায় জেলায় ডেপুটেশন, বিকাশ ভবন অভিযান, কলকাতার রাজপথে বিশাল প্রতিবাদ মিছিল ইত্যাদির মাধ্যমে দীর্ঘদিন ধরেই সরব। আর তাই, সেই দীর্ঘ আন্দোলনের পথ ধরে আগামী সপ্তাহে তার সুফল মিলতে পারে বলে খবর আসতেই খুশির হাওয়া সংগঠনের অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!