এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাধাহীন মনোনয়ন সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনারের

বাধাহীন মনোনয়ন সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনারের


নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করার সুযোগ করে দেওয়ার জন্যে পুলিশকে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে জানিয়ে রবিবার রাজ্যের ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থকে চিঠি দিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 শুধু রাজ্যের ডিজি বলেই নয় পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদেরও একই নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুয়ারী নির্বাচন কমিশনার পুলিশকে পাঠানো নির্দেশিকার সঙ্গে কলকাতা হাইকোর্টের রায়ের কপিও যুক্ত করেছেন। এবং তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পুলিশকে যে নির্দেশ দিয়েছিল, সেই কথাও চিঠিতে স্মরন করিয়ে দিয়েছেন। চিঠিতে এও উল্লেখ আছে যে মনোনয়নপত্র পেশের সময়ে কোথাও কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ যেন তৎক্ষনাৎ সক্রিয় হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে। এইরকম পরিস্থিতিতে পুলিশ কোথায় কী ব্যব্যস্থা গ্রহণ কছে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অবগত করতে হবে। এছাড়াও  বীরভূমের রামপুরহাট, নলহাটি, বাঁকুড়ার বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, কান্দি, রানিনগর, নদিয়ার হরিণঘাটা, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার প্রভৃতির মতন হিংসা প্রবণ এলাকায় সুষ্ঠভাবে মনোনয়ন পত্র পেশের জন্যে পুলিশকে অতিরিক্ত তৎপরতা দেখাতে বলেন কমিশনার। আজ বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে অবধি সময় খুবই গুরুত্ব পূর্ন বলে রাজনৈতিক মহল সূত্রে মনে করা হচ্ছে। মনোনয়নপত্র পেশ কতটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয় এখন সেই দিকে তাকিয়ে সমগ্র রাজ্যবাসী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!