এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউন, করোনা টেস্ট কিছুই হচ্ছে না ঠিকমত! মোদী-মমতার উপর একযোগে ক্ষোভ প্রকাশ সূর্য্যকান্তর

লকডাউন, করোনা টেস্ট কিছুই হচ্ছে না ঠিকমত! মোদী-মমতার উপর একযোগে ক্ষোভ প্রকাশ সূর্য্যকান্তর


সম্প্রতি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিরোধী দল সিপিএমের উচ্চস্তরের বেশ কিছু নেতা। জানা যায়, তাঁদের মধ্যে বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন। সেইসময় আলোচনা শেষে বাইরে বেরিয়ে বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্র উভয়েই তাদের সন্তুষ্টির জানান দেন। মনে হচ্ছিল এবার বুঝি শাসক-বিরোধীর দূরত্ব মিটলো। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে এদিন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

গত রবিবার তিনি একটি ফেসবুক লাইভ করেন এবং সেই লাইভে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই ফেসবুক লাইভে সূর্যকান্ত মিশ্র দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে সারা দেশজুড়ে ছড়িয়ে পড়ছে, তাতে করোনার সাথে সাথে দেশের অর্থনৈতিক অবস্থাও চরম সংকটের দিকে এগিয়ে চলেছে। তবে তিনি অর্থনৈতিক সংকট নিয়ে দেশের পাশাপাশি বিশ্বের উল্লেখও করেন।

অন্যদিকে সূর্যকান্ত মিশ্র নিজামুদ্দিনের ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের দিকে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে বলেন, ‘কেন্দ্রীয় সরকার হাত ধুয়ে ফেলতে পারেন না। প্রধানমন্ত্রী আপনার এবং আপনার স্বরাস্ট্রমন্ত্রীর নাকের ডগায় এটা হল। আপনাদের অনুমতি নিয়েই এটা হল।’ অন্যদিকে লকডাউন প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, ভারতবর্ষে লকডাউন এর আগে বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন ছিল।

কিন্তু সেই প্রস্তুতি না নিয়ে লকডাউন করার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যদিও তিনি পরে আবার লকডাউন মেনে চলার অনুরোধ করেন সবার কাছে। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধেও করোনা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র। করোনা নিয়ে এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, পশ্চিমবঙ্গে করোনার টেস্ট প্রয়োজনমাফিক হচ্ছেনা। এ প্রসঙ্গে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদাহরণ টেনে এনেছেন। অন্যদিকে রাজ্যের করোনা পরিসংখ্যান ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই বিতর্ক আরও একটু উস্কে দিয়ে এদিন সূর্যকান্ত মিশ্র কেন্দ্র ও রাজ্যের করোনার পরিসংখ্যান ঘিরে রীতিমত সন্দেহ প্রকাশ করেন। এদিকে করোনার সংক্রমণ নিয়ে দেশজুড়ে যখন আতঙ্ক, সেই সময় আশার কথা শোনালেন মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক ব্রহ্মহর মুখার্জি। তাঁর তত্ত্বাবধানে একটি সমীক্ষা হয় এবং এই সমীক্ষায় জানা গেছে আগামী এক সপ্তাহের মধ্যে সাসসেপটিবল, ইনফেক্টেড ও রিমুভড এই তিন ধাপে করোনার সংক্রমণ কমে যাবে।

অন্যদিকে গবেষকরা জানাচ্ছেন, যদি 21 দিনের লকডাউন পরিস্থিতি সঠিক ভাবে ভারতে মেনে চলা হয়, তাহলে অবশ্যই করোনার সংক্রমণ কমবে। অন্যদিকে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবশ্রী রায় জানিয়েছেন, ভারতবর্ষে লকডাউন পরিস্থিতি গুরুত্ব সহকারে মানা হচ্ছেনা। যার ফলে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছেনা ভারতে। তিনি আরও বলেন, প্রশাসনের কথা অনুযায়ী লকডাউন যদি সম্পূর্ণরূপে মানা হয় এবং লকডাউন এর সময়সীমা বাড়ানো হয় তাহলে অবশ্যই ভারতের করোনা পরিস্থিতি অনেকটাই আয়ত্তে আসবে।

এই কথা প্রথম থেকেই বিশেষজ্ঞরা জানিয়ে আসছেন যে ভারতে করোনা সংক্রমণ আটকাতে লকডাউন ছাড়া অন্য কোনো রাস্তা ছিলনা। এই পরিস্থিতিতে সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত 24 মার্চ থেকে লকডাউন জারি করেন দেশজুড়ে। কিন্তু দেখা যাচ্ছে, কিছু মানুষের প্রবল অজ্ঞতার কারণে করোনা পরিস্থিতি আরো মাত্রাছাড়া হয়ে চলেছে ভারতে। আপাতত ইঙ্গিত মিলেছে, লকডাউন বাড়িয়ে পরিস্থিতি আয়ত্তে আনার দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে দিকেই লক্ষ্য রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!