এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় করোনা টেস্টই ঠিকমত হচ্ছে না! বিস্ফোরক অভিযোগে আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন নাইসেড কর্তা!

বাংলায় করোনা টেস্টই ঠিকমত হচ্ছে না! বিস্ফোরক অভিযোগে আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন নাইসেড কর্তা!

প্রথম দিকে যখন করোনা মহামারী ভারতবর্ষ হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করল, তখন থেকেই তা রোধ করতে সচেষ্ট হতে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন পর্যায়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর সর্বদলীয় বৈঠক করে করোনাকে রোখাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছিলেন বাংলার প্রশাসনিক প্রধান। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ দেখে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

কিন্তু প্রথম দিকে এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেও, যত দিন যাচ্ছে, ততই বেগতিক হচ্ছে পরিস্থিতি। বিরোধীদের পক্ষ থেকে বর্তমানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা রাজ্য সরকার চেপে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে‌। শুধু তাই নয়, করোনা মোকাবিলার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না বলেও নানা মহলে অভিযোগ উঠেছে‌।

আর এবার করোণা মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক প্রধান ডঃ শান্তা দত্ত। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইন্ডিয়া টুডের দেওয়া এক সাক্ষাৎকারে শান্তা দত্ত বলেন, “প্রতিদিন কুড়িটা নমুনা পরীক্ষার জন্য আসছে। যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় কম। এইভাবে চলতে থাকলে আক্রান্তের পূর্ণাঙ্গ সংখ্যা কোনভাবেই জানা সম্ভব নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানিয়েছেন, “পরিকাঠামো রয়েছে পরীক্ষা করার। রাজ্য সহযোগিতা করলে কাজ আরও দ্রুত হবে। নমুনা সংগ্রহে গাফিলতি রয়েছে। তাই এই রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট করার সংখ্যা যথেষ্ট কম। প্রথম দিকে বেশি নমুনা আসছিল। তাই পরীক্ষা ছিল। সেই গতি এখন অনেকটাই ধীরে।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে তার তোলা অভিযোগকেও সম্পূর্ণরূপে খন্ডন করে দেন এই বিশিষ্ট চিকিৎসক।

তিনি বলেন, “এখনও পর্যন্ত 42500 টেস্ট কিট এনআইসিইডির হাতে এসে পৌঁছেছে। এখনও 27000 কিট সংগ্রহে রয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্র প্রয়োজনীয় কিট দিচ্ছে না বলে এতদিন অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিশিষ্ট চিকিৎসকের এই বক্তব্য থেকেই পরিষ্কার যে, রাজ্যে পর্যাপ্ত কিট রয়েছে। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই কার্যত খণ্ডন করে দিল বলে মত বিশেষজ্ঞদের।

অনেকে বলছেন, এতদিন বিরোধীরা রাজ্য সরকার করোনা মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছিল। যার পরিপ্রেক্ষিতে অনেকেই ভেবেছিলেন, বিরোধীরা রাজনীতি করবার জন্যই এই কথা বলছে। কিন্তু এবার বিশিষ্ট চিকিৎসক পরিকাঠামো থাকা সত্ত্বেও করোনা মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে যেভাবে সরব হলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের করোনা মোকাবিলায় সদিচ্ছা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেল বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!