এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার চাকরীর সুপারিশ করে বিপাকে পড়লেন রাজ্যের তৃণমূল মন্ত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

এবার চাকরীর সুপারিশ করে বিপাকে পড়লেন রাজ্যের তৃণমূল মন্ত্রী, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের সেচ প্রতিমন্ত্রী পড়েছেন নতুন অস্বস্তির সামনে। শোনা যাচ্ছে, একটি চাকরির সুপারিশহেতু মন্ত্রীর নাম সামনে এসেছে। অভিযোগ উঠেছে, তিনি নিজের প্যাডে সুপারিশ চিঠি লিখে সই করে দিয়েছেন। আর সেই চিঠি প্রকাশ্যে আসতেই তাই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে মন্ত্রী সাবিনা ইয়াসমিন কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, তারিখবিহীন একটি চিঠি জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের নির্বাহি বাস্তুকারের উদ্দেশ্যে লেখা হয়েছে সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে।

সূত্রের খবর, ওই চিঠিতে বলা হয়েছে, সুব্রত ঘোষ নামক এক ব্যক্তির কথা। যাকে দরিদ্র ও বেকার পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে উক্ত চিঠিতে। অবশেষে এই সুব্রত ঘোষকে যাতে জনসাস্থ্য ও কারিগরি দপ্তরে চাকরি দেওয়া হয় সে অনুরোধ করেছেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী। আর এই চিঠি প্রকাশ্যে আসতেই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের যেমন অভিযোগ উঠেছে, তেমনি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ সামনে আসছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই চিঠি সংক্রান্ত ব্যাপারে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কেউ বা কারা তাঁকে দুর্নাম করার জন্যই এই চিঠি প্রকাশ্যে এনেছে। তিনি বরং পাল্টা আশ্চর্য হয়েছেন, চিঠিটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর আগে কিভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে। ইতিমধ্যেই তিনি পুলিশে অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, চিঠিতে তাঁর স্বাক্ষর বলা হচ্ছে যেটি, সেটি তাঁর নয়। অন্যদিকে মালদা জেলার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন, মন্ত্রীর সই জাল করে চাকরির চিঠি দেওয়া অবাক করার মতো ঘটনা।

তিনি পাল্টা তৃণমূলের দিকে কটাক্ষের ইঙ্গিত দিয়ে প্রশ্ন তুলেছেন, মন্ত্রীর সই জাল হয় কি করে? সব মিলিয়ে এই ঘটনার পেছনে অন্য কোন উদ্দেশ্য কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই কাজ করেছে কিনা সে ব্যাপারে খোঁজ চলছে। অন্যদিকে এই ঘটনা সামনে আসায় তৃণমূল শিবিরকেও যে অস্বস্তির মুখে পড়তে হলো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি যে যথেষ্ট চাঞ্চল্যকর, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!