এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি তো বটেই কোন অঙ্কে নরেন্দ্র মোদী স্বয়ং হারবেন ফাঁস করলেন রাহুল গান্ধী

বিজেপি তো বটেই কোন অঙ্কে নরেন্দ্র মোদী স্বয়ং হারবেন ফাঁস করলেন রাহুল গান্ধী


বিজেপি তো বটেই কোন অঙ্কে নরেন্দ্র মোদী স্বয়ং হারবেন ফাঁস করলেন রাহুল গান্ধী। মে মাসে বিধানসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকে দলীয় সভা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দলীয় সভায় এদিন প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ২০১৯ সালে আগামী লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে একপ্রকার ভবিষ্যদ্বাণী করলেন তিনি। এদিন রাহুল গান্ধী বললেন, “উত্তরপ্রদেশে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি এক হলে, বিজেপির জয় অসম্ভব।” তাঁর ভবিষ্যত বাণী অনুযাই,”শুধু বিজেপিই হারবে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বারাণসী কেন্দ্রে হারবেন স্বয়ং প্রধানমন্ত্রীও।” তিনি আরোও বললেন,”২০১৯-এ বিজেপির কোনও সুযোগ নেই। ফের শাসন ক্ষমতায় ফিরব আমরা। তিনি মনে করেন, যতদিন যাচ্ছে, ইউপিএ ততই শক্তিশালী হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এককাট্টা হচ্ছে বিরোধী সমস্ত দলই।” দেশের কয়েকটি নির্দিষ্ট রাজ্যে সরকার বিরোধী জোটের ঐক্য সুদৃঢ় করণের বিষয়ে আলোকপাত করে তিনি বললেন,”উত্তরপ্রদেশ ও বিহারে আমরা বিরোধীদের মহাজোট গড়ার দিকে এগোচ্ছি। তামিলনাড়ুতেও ডিএমকে-র সঙ্গে আমাদের জোট হবে। আর কর্ণাটক, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানায় এবার আমরাই জিতব। নজরে বাংলা-কেরলও। এরপরই তিনি এদিন বিজেপির উদ্দেশ্যে বলেন, এবার হারের জন্য প্রস্তুত হন আপনারা।” মাত্র কদিন আগে উত্তরপ্রদেশের দলিত অসন্তোষের বিষয় উত্থাপন করে তিনি জানালেন,”এবার শাসক বিজেপি এমনভাবেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে যে, এরকম ভাঙন বহু বছর কেউ দেখেননি। আর বিজেপির পতনের সঙ্গে সঙ্গে দেশে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।” আবার বহু আদর্শের সমন্বয়ে অবিজেপি ফ্রন্ট করার বিষয়ে রাহুল বললেন,”কংগ্রেস জানে কীভাবে মানুষকে নিয়ে চলতে হয়। বহুত্বের মধ্যে একতা গড়ার ইতিহাস কংগ্রেসের আছে। বিজেপি ও আরএসএসের হাত থেকে দেশকে রক্ষা করতে আমাদের এই কাজ আবার করে দেখাতে হবে। আর আমরা তা করে দেখাব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!