এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রথম দিনেই ব্যাপক সাড়া, মনোবল ফিরে পাচ্ছে নেতা কর্মীরা, দাবি শাসকদলের

প্রথম দিনেই ব্যাপক সাড়া, মনোবল ফিরে পাচ্ছে নেতা কর্মীরা, দাবি শাসকদলের

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ব্যাপক পরিমাণে ধাক্কা খেয়েছে। গত 2014 সালে 42 টির মধ্যে 34 টি আসনে জয়লাভ করলেও 2019 এ এসে তা 22 টিতে দাঁড়িয়েছে। অপরদিকে বিজেপি 18 টি আসন নিজেদের দখলে রেখেছে‌। যা নিঃসন্দেহে তৃণমূলের কাছে চিন্তার কারণ। আর দলের এই খারাপ ফলাফলের পরই জনসংযোগে যে যথেষ্ট ত্রুটি এবং খামতি রয়েছে, তা তৃনমূলের ফলাফল পর্যালোচনার বৈঠকে উঠে আসে।

কিন্তু সামনেই যে 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে যেন-তেন প্রকারেণ দলকে ঘুরে দাঁড় করাতে হবে, আর তাইতো ভোটগুরু হিসেবে পরিচিত প্রশান্ত কিশোরকে নিজের দলের রণনীতিকার হিসেবে কিছুদিন আগেই নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সিদ্ধান্ত চমক দিয়েছিল সকলকেই। এমনকি অনেকে মনে করেছিল, এর পেছনে সেই প্রশান্ত কিশোরেরই হাত রয়েছে। অবশেষে ফের আরও এক চমক এল তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাধারণ মানুষ যদি তাদের কোনো অভাব এবং অভিযোগ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চান,তাই “দিদিকে বলো” নামে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে সমস্ত অভাব, অভিযোগ সবাই জমা করতে পারেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ফোন নম্বরও। যা হল, 9137091370। যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর প্রথম দিনেই রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পেল ‘দিদিকে বলো’ ওয়েবসাইট। জানা যাচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে এক লক্ষেরও বেশি জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে ফোন করেছেন। ওয়েহসাইটে লগ-ইন করে রেজিস্ট্রেশন করা মানুষের সংখ্যাটাও ৫০ হাজারেরও বেশি ছাড়িয়েছে। যদিও টোল ফ্রি এই নম্বরে বার বার ফোন করেও যোগযোগ করতে পারেননি বলে অভিযোগ তোলা ও হতাশ হওয়া মানুষের সংখ্যাটাও নেহাত কম নয় ।

জানা যাচ্ছে টোল ফ্রি নম্বরটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ মানুষ তাদের সমস্যা ও মতামত দিদির কাছে জানাতে পারবেন।এই কাজের জন্য প্রশান্তের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটিই পেশাদার লোকজন নিয়োগ করা হয়েছে। প্রায় আড়াই শো জন ২৪ ঘন্টা ধরে এই বিষয়টি দেখভাল করছে । অন্যদিকে ‘দিদিকে বলো’ ফেসবুক পেজেও ব্যাপক সাড়া মিলেছে। ফলে এর ই নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূলের দাবি এর ফলে অনেকটাই বাড়ছে কর্মীদের মনোবল। বিজেপিকে টক্কর দিয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে তারা দাবি তৃণমূল শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!