এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল প্রার্থী হয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চেয়ে দক্ষিণ দিনাজপুরে জল্পনা বাড়ালেন নেত্রী

তৃণমূল প্রার্থী হয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চেয়ে দক্ষিণ দিনাজপুরে জল্পনা বাড়ালেন নেত্রী

তৃণমূল প্রার্থী হয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চেয়ে দক্ষিণ দিনাজপুরে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী মনোরমা দাস ।শাসকদলের মধ্যে গোষ্ঠী বিরোধের ঘটনা ঘটলো দক্ষিণ দিনাজপুরে। জেলা পরিষদের বালুরঘাট-৪ আসনে গতবারের বিজয়ী প্রার্থী মনোরমা দাস এবারে ঐ আসনে মনোনীত হলেন না । এর কারণ হলো এবার ঐ আসন টি তফশিলি প্রার্থীদের জন্যে সংগ্রহীত হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই ঘটনা হয়েছে বালুরঘাট-৯ আসনে। এবার ঐ আসনটি তফশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হলেও গতবারের প্রার্থী শিপ্রা নিয়োগী সেখানে এবারেও প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। একই দলের মধ্যে দুই দলীয় কর্মীর আসনে একই রকম সমস্যা হলেও তাঁরা আলাদা রকম বিচার পেলেন। এই ঘটোনায় যারপরনাই দুঃখিত ও বিরক্ত মনোরমা দেবী সোমবার সকালে মনোনয়নপত্র পেশ করার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হলেই প্রশাসনিক ভবনে তাঁর মনোনয়নপত্র পেশ করে সংবাদমাধ্যমের মারফত দাবি করলেন,”তৃণমূল কংগ্রেসের হয়েই মনোনয়ন জমা দিলাম। আমি বরাবরই বিজেপি ও বামেদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। এবারও তৃণমূলের প্রার্থী হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করব । আর বিজেপি ও বামেদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!