এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচন কমিশনকে ‘ধমকাতে’ এসে প্রবল বাম বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

নির্বাচন কমিশনকে ‘ধমকাতে’ এসে প্রবল বাম বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

নির্বাচন কমিশনের সাথে দেখা করে তাঁকে ধমকাতে এসেছিলেন পার্থ চ্যাটার্জী এমনটাই অভিযোগ তুলেছেন সুজন চক্রবর্তী।এদিন নির্বাচন কমিশনের সাথে দেখা করে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কথা বলতে এসেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জী।আর সেখানে রাজ্যের নির্বাচনের কমিশনারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী’র নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগণা জেলার মনোনয়নপত্র পেশ করতে না পারা বহু বাম কর্মীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কমিশনারের দফতর থেকে সাক্ষাৎ করে বেরিয়ে আসার পরে দফতরের বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যকে পার্থ বাবু দেশের সর্বোচ্চ আদালতের রায়কে তাঁরা সমর্থন করছেন জানিয়ে বললেন,”নির্বাচন কমিশনকে বলেছি অবাধ ও শান্তিপূর্ণ ভোট করুন। কারোর চাপের কাছে মাথা নত করবেন না।কাউকে ভয় পাওয়ার দরকার নেই।” পার্থ বাবুর এই প্রতিক্রিয়া শুনে এলাকায় উপস্থিত বাম নেতারা উত্তেজিত হয়ে ওঠে । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখতে থেকে তাঁরা। এদিন নির্বাচন কমিশনের দফতরে পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতির বিষয়ে সুজন চক্রবর্তী বললেন, “উনি(পার্থ চট্টোপাধ্যায়) যেমন বিরোধীদের ধমক দিচ্ছেন সেরকম আজকেও নির্বাচন কমিশনারকে ধমক দিতে এসেছিলেন। জিজ্ঞাসা করতে এসেছিলেন কেন নির্বাচন কমিশনার রাজ্যে নৈরাজ্য চলছে একথা বলেছেন।উনিই এসেছিলেন কমিশনকে চাপে রাখতে।” প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই শাসকদলের বিরুদ্ধে মনোনয়নপত্র পেশ করতে বাধা দেওয়ার অভিযোগে কমিশনের দফতরের বাইরে বামেরা বিক্ষোভ দেখাচ্ছে । বিমান বসু, সূর্যকান্ত মিশ্র প্রমুখ রাজ্যের শীর্ষ বাম নেতা কমিশনারের দফতরে অভিযোগ জানাতে গেলেও কোনো সুফল পাওয়া যায়নি। তাই এদিন মনোনয়নপত্র পেশ করার শেষ দিনে আবার ও কমিশনারের দফতরে গলায় প্ল্যাকেড ঝোলানো বোর্ডে যাতে লেখা ‘আমি প্রার্থী হতে চাই’ নিয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিক্ষুদ্ধ বাম নেতারা নির্বাচন কমিশনারের দফতরে ধর্ণা দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!