এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, নেপথ্যে আইকোর কান্ড, আবার তীব্র অস্বস্তি শিক্ষামন্ত্রীর

Big Breaking, নেপথ্যে আইকোর কান্ড, আবার তীব্র অস্বস্তি শিক্ষামন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইকোর চিটফান্ড কাণ্ডের তদন্তে ইতিপূর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। পরপর দুবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। প্রথমবার তিনি নোটিশ পাননি বলে জানিয়েছিলেন। পরের বার নোটিস পাবার পর তিনি জানিয়েছিলেন যে, নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে সিবিআই দপ্তরে উপস্থিত হতে পারছেন না তিনি। এবার তাঁকে আইকোর কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে নোটিস পাঠালো ইডি। আগামী সপ্তাহেই তাঁকে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। ফলে, ভোটের মুখে অস্বস্তি বাড়লো রাজ্যের শিক্ষামন্ত্রীর।

গত মাসের প্রথমদিকে আইকোর কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তবে, সিবিআই এর নোটিশ পাবার কথা অস্বীকার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এরপর তাঁকে পুনরায় নোটিশ পাঠায় সিবিআই। নোটিশ পাঠানোর পর চিঠি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত আছেন তিনি। ২ রা মে র পূর্বে সিবিআই দপ্তরে যোগাযোগ করতে পারছেন না তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর এবার তাঁকে নোটিশ পাঠালো ইডি। প্রসঙ্গত, আইকোরের একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে। মঞ্চে দাঁড়িয়ে আইকোর সংস্থাকে তিনি সমর্থনও করেছিলেন, বলে জানা যাচ্ছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এদিকে, আইকোর মামলার তদন্তে বেশ কিছু তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। আগামী সপ্তাহেই তাঁকে ইডির দপ্তরে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে।

আবার, কলকাতা পুরসভার বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও আগামী সপ্তাহে ইডির দপ্তরে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। ইতিপূর্বে সিবিআই-এর নোটিশ পাবার পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, এমন কোনও অন্যায় তিনি করেন নি যে, এ নিয়ে চিন্তা করতে হবে তাঁকে। বিজেপির রাজনৈতিক উদ্দেশের কারণে তাঁকে তলব করা হয়েছে বলে, অভিযোগ করেছিলেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!