আশা কর্মীদের ফের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য February 14, 2018 জেলাস্তরের স্বাস্থ্য পরিষেবা র একটা বড় অংশ জুড়ে আছেন আশা কর্মীরা। কিন্তু গত ১৮ ডিসেম্বর কলকাতায় সরকারি নীতির বিরুদ্ধে মিছিল, জনসভা বাস্থান বিক্ষোভ এইসবের পর রাজ্যের সঙ্গে তাঁদের সম্পর্কের সামান্য হলেও অবনতি ঘটেছে ।তোলপাড় শুরু হয়েছিল স্বাস্থ্য দফতরে।এবার সেই নিয়ে নানা জায়গার পর নাদিয়াতেও এই নিয়ে আশাকর্মীদের প্রসঙ্গ টানেন। তিনি এদিন আশাকর্মীদের ‘বিদ্রোহ’র পিছনে নিশ্চিত ‘কারও’ উদ্দেশ্যমূলক প্ররোচনা বা ইন্ধন রয়েছে বলে ফের দাবি করলেন। তিনি বলেন,‘‘এসইউসি নেচে বেড়াচ্ছে। কলকাতায় টানতে-টানতে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করুন, চৌত্রিশ বছর ছিলেন, মাইনে বাড়িয়েছেন?’’ ‘‘আইসিডিএস এর ৯০ শতাংশ টাকা কেন্দ্র দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের তা দিতে হচ্ছে। ওরা এটাই করে। এক-একটা প্রকল্প চালু করে আবার বন্ধ করে দেয়। আশা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বলছি, অন্যের কথা শুনে কিছু করবেন না। এমন সরকার আর পাবেন না।’’মনে করিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় প্রকল্প হওয়া সত্ত্বেও আশাকর্মীদের জন্য তাঁর সরকার মাসে দু’ হাজার টাকা ভাতা-র ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অবশ্য আসাকর্মীরা দাবি করছেন যে তারা কোনও রাজনৈতিক দলের প্রভাবে তাঁরা সমাবেশ করেননি। স্বতঃস্ফুর্ত ভাবে, নিজেদের দরকারে পথে নামতে বাধ্য হয়েছেন। তাদের দাবি যে, ‘‘রাজ্য যেমন আমাদের ২০০০ টাকা করে দিচ্ছে তেমন আমাদের নিংড়ে নেওয়া হচ্ছে। এমন অনেক কাজ করানো হচ্ছে যা আমাদের করার কথা নয়। গাছ বিলি,পরীক্ষার গার্ড জেওয়া, মেলার ডিউটি সব আমাদের করতে হচ্ছে।’’অন্যদিকে বিরোধীদের দাবি গ্রামের দিকে আশাদের প্রভাব যথেষ্ট বেশি।আর সামনে পঞ্চায়েত ভোট সেই ভোটে যাতে এর প্রভাব না পরে তাই এই কথা বলছেন মুখ্যমন্ত্রী। আপনার মতামত জানান -