এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ছাড়তে চলেছেন দাপুটে নেতা ,অন্য দলে যোগের সম্ভাবনা

বিজেপি ছাড়তে চলেছেন দাপুটে নেতা ,অন্য দলে যোগের সম্ভাবনা


বিজেপি ছাড়তে চলেছেন বিজেপির দাপুটে নেতা পবিত্র চন্দ আমনটাই দাবি কোলকাতার এক ওয়েব পোর্টালের।কংগ্রেসের ঘর ভেঙে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দেন হাত বলে পরিচিত সন্দীপ বিশ্বাস ও পবিত্র চন্দ দল ছেড়েছিলেন। তৃণমূলে নাম লিখিয়েছিলেন সন্দীপ বিশ্বাস আর অন্যদিকে বিজেপির হাত ধরেছিলেন পবিত্র চন্দ। তৃণমূলে গিয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান হলেন সন্দীপবাবু। কিন্তু সেই অর্থে কোনো কিছুই পেলেন না বিজেপির থেকে আর তাই এবার ফের ঘরের ছেলে ঘরে ফিরতে চলেছেন বলে জানা গেছে। আর সেই জন্যই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি ।আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করা হয়েছে ওই ওয়েব পোর্টালে।পাশাপাশি জানানো হয়েছে যে বিজেপির প্রতি তাঁর অভিযোগ, বিজেপি রায়গঞ্জের উন্নয়নের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল তাঁকে। কিন্তু এতদিনেও সেই প্রতিশ্রুতি রক্ষার কোনও ব্যবস্থাই করেননি তিনি। ফলে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়। তিনি বলেন, বিজেপি তরফে তাঁকে বলা হয়েছিল, রায়গঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। তাও হয়নি। এসব কারণেই মতানৈক্যের জেরে পদত্যাগপত্র করলেন তিনি। তিনি জানান,” এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিইনি। কিছুদিনের মধ্যেই একটা সিদ্ধান্ত নেব। যে দল আমাকে যোগ্য সম্মান দেবে, সেই দলেই যাব।” মোহিতবাবুর কথায়, ‘পবিত্র চন্দ দীর্ঘদিনের কংগ্রেস নেতা। ওঁর সঙ্গে কথা হয়েছে। ও কংগ্রেসে ফিরতে চেয়েছে। আমরা ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে চাই।’ তবে যেহেতু তিনি এখনো পরিষ্কার করে বলেন নি যে তিনি কংগ্রেসেই ফিরছেন তাই রাজনৈতিক মহলের ধারণা তিনি তৃণমূলেও যেতে পারেন।

যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!