এখন পড়ছেন
হোম > রাজ্য > পোস্তা উড়ালপুল নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

পোস্তা উড়ালপুল নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়


সময় -২০১৬ সালের ৩১ মার্চ , বিধান সভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই কলকাতা সহ সমগ্র রাজ্যবাসী সাক্ষী হয়ে আছে এক মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনার । ঐ দিনে ভেঙে পড়েছিলো পোস্তা উড়ালপুলের একাংশ , মৃত্যু হয়েছিলো ২৭ জন শহরবাসীর। এর পর খড়গপুর আইআইটির তিন বিশেষজ্ঞ অধ্যাপক ও রাজ্যের তদানীন্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে রাজ্য সরকারের বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়। বেশ কিছুদিন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই কমিটি সমীক্ষার রিপোর্ট তৈরী করে। সেখানে স্পষ্টতই বলা হয়েছে বিবেকানন্দ রোডের পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কথা। বলা হয়েছে উড়ালপুল খুবই কমজোরী আর ক্ষয়িষ্ণু , এখানে গাড়ি চালানো সম্ভবই নয় । এই আধ ভাঙা উড়ালপুল ফেলে রাখাও বিপদজনক পূর্ত দফতর সহ রাজ্যের বিভিন্ন দফতর এই বিশেষ তদন্ত কমিটির রিপোর্ট কে পূর্ণ সমর্থন করেছে। নবান্নসূত্রে পাওয়া খবর অনুসারে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব ও অন্যান্য আমলাদের সাথে বৈঠকে বসবেন ।আর তারপরেই হয়ত উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!