এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যবাসীর ভরসার জায়গা এই দুই ক্ষেত্র! বড় উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ!

রাজ্যবাসীর ভরসার জায়গা এই দুই ক্ষেত্র! বড় উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আদালতের দরজায় গিয়েছে বিরোধীরা। আর বারবার সেখানে হোঁচট খাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রাজভবনের পক্ষ থেকেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যার ফলে অস্বস্তিতে পড়ছে রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতে আদালত এবং রাজ্যপালই রাজ্যবাসীর বড় ভরসা বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, আদালত এবং রাজভবনকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বর্তমানে আদালত এবং রাজ্যপালই বঙ্গবাসীর বড় ভরসার জায়গা। কারন এই দুই জায়গা ছাড়া আর বলার মত কোথাও কোনো জায়গা নেই। তাই আদালতকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি রাজভবন এবং রাজ্যপালকেও দায়িত্ব নিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য। যাতে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারে।”

বলা বাহুল্য, নির্বাচন ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন পর্ব শুরুর সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে চাপে পড়েছে নির্বাচন কমিশন। আদালতের মুখে বারবার ভর্ৎসনার শিকার হতে হয়েছে কমিশনকে। এমনকি বর্তমানে রাজ্যপালও রাজ্য নির্বাচন কমিশনকে বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করতে শুরু করেছেন। স্বভাবতই গোটা বিষয়ে বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে আদালত এবং রাজভবনই বড় ভরসা বলে জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!