এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শান্তিপূর্ণ নির্বাচন চায় না রাজ্য, বিস্ফোরক দিলীপ ঘোষ! জেনে নিন!

শান্তিপূর্ণ নির্বাচন চায় না রাজ্য, বিস্ফোরক দিলীপ ঘোষ! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে অশান্তি থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি মনোনয়ন জমা হওয়ার পরেও কি করে প্রার্থীদের নাম বাদ যাচ্ছে, তা নিয়ে আদালতের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তদন্ত। আর এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় না রাজ্য সরকার।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “এই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন সুস্থভাবে ভোট করাতে চায় না। আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও, স্কুটিনি হওয়ার পরেও বিরোধী প্রার্থীদের নাম বাদ চলে যাচ্ছে। এই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে তুলোধোনা করলেন দিলীপ ঘোষ। বুঝিয়ে দিলেন, শুধু নির্বাচনে মনোনয়ন পর্বে সন্ত্রাস নয়, স্কুটিনির পরেও বিরোধী প্রার্থীদের নাম ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আর এক্ষেত্রে যে রাজ্য সরকার সর্বাত্মকভাবে দায়ী, তা তুলে ধরার চেষ্টা করলেন এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!