যোগী আদিত্যনাথের সভায় বোরখা খুলতে বাধ্য করা হল মুসলিম মহিলাকে জাতীয় বিশেষ খবর November 22, 2017 এএনআইয়ের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরপ্রদেশের বলিয়াতে যোগী আদিত্যনাথের জনসভায় এক মুসলিম মহিলাকে ‘অপমানিত’ হতে হল। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সভায় অনুরাগীদের ভিড় প্রায় উপচে পড়েছিল। সেখানে শ্রোতার আসনে ছিলেন এক মুসলিম মহিলা যিনি আদতে বিজেপি কর্মী। কিন্তু পুলিশের নির্দেশে উনি বাধ্য হন পরনের বোরখা খুলে রাখতে। উপস্থিত মহিলা পুলিশ উক্ত মহিলার পাশে দাঁড়িয়ে খুলে ফেলতে বাধ্য করেন বোরখা। যদিও ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করায় বলিয়া পুলিশের সুপারিটেন্ডন্ট অনিল কুমার জানিয়েছেন, মহিলার বোরখা খোলার ঘটনাটি সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই ৷ তবে যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন তাঁর জনসভায় যেন কোনও কালো রঙের কাপড় যেন না থাকে ! আপনার মতামত জানান -