এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনের মাঝেই বিজেপিকে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রননীতিকার প্রশান্ত কিশোর

লকডাউনের মাঝেই বিজেপিকে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের রননীতিকার প্রশান্ত কিশোর


বর্তমানে গোটা দেশে লকডাউন চলছে। রাজনীতিবিদরা তাদের কোনো কর্মসূচি করতে পারছেন না। সবাই গৃহবন্দী থেকে কোনো বিষয়ে মতামত জানাতে চাইলে সেই বিষয়ে মতামত জানাচ্ছেন। কিন্তু কেউই বাইরে বের হচ্ছেন না। পার্শ্ববর্তী শহরে যাওয়া তো দূর অস্ত, নিজের ঘর থেকে বেরোতে গেলেও দুবার ভাবতে হচ্ছে প্রত্যেককে। আর এমত একটা পরিস্থিতিতে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নাকি কার্গো বিমান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শলা-পরামর্শ করতে কলকাতায় এসেছেন।

ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল ও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। যেখানে কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না, সেখানে বিহারের প্রশান্ত কিশোর তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কেন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে গেলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই অভিযোগ, গত 19 মার্চ কলকাতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এই প্রশান্ত কিশোর। আর তারপরই কলকাতা ছেড়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিহারের বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ এই ব্যাপারে প্রশান্ত কিশোরকে কটাক্ষ করলেও, এবার তা সম্পূর্ণরূপে অস্বীকার করলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা। উল্টে বিজেপির উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। সূত্রের খবর, এদিন পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “যদি বিজেপির মুখপাত্র ঠিক কথা বলে থাকেন, তাহলে তার এটাও বলা উচিত, কোন বিমানে উঠেছিলাম, সেটা কখন ছেড়েছে, কখন নেমেছে। আর যদি উনি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে আমি জনজীবন থেকে সরে যাব। আর পাবলিক লাইফে ফিরব না।”

আর বিজেপির পক্ষ থেকে কার্গো বিমানে করে কলকাতায় আসা নিয়ে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও, এবার তা যেভাবে অস্বীকার করে পাল্টা বিজেপির উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রণনীতিকার তাতে গোটা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে বলেই মনে করছে একাংশ। অনেকেই বলছেন, সেখানে সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ, সেখানে কিভাবে প্রশান্ত কিশোর কলকাতায় আসবেন? তাহলে কি তাঁকে এবং তৃণমূলকে সকলের সামনে খারাপ করতেই বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে? প্রশান্ত কিশোর নিজের বক্তব্যের মধ্য দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে এই প্রশ্ন তোলার চেষ্টা করলেও, এবার বিজেপি তার চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!