মনোজ উপাধ্যায় বিজেপিতে ফিরতে চাইছিলেন বলেই খুন হলেন, দাবী দিলীপের বিশেষ খবর রাজ্য November 22, 2017 গতকাল রাত্রে ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নাম না করে এই ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে দাবী করেন। আর এবার তার পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ঘুরিয়ে দাবী করেন, মনোজ বাবু বিজেপিতে আস্তে চাইছিলেন বলেই বোধহয় খুন হয়ে গেলেন। আজ বিধানসভায় দিলীপ বাবু বলেন, মনোজ উপাধ্যায় তাঁর পূর্ব পরিচিত এবং ভাল মানুষ। আগে আরএসএস করতেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় তাই দিলীপবাবুর পূর্ব পরিচিত ছিলেন। মনোজ বাবু ছিলেন দক্ষ সংগঠক এবং সত্ মানুষ। কিন্তু বিভিন্ন কারণে এক সময়ে আরএসএস ছেড়ে তিনি তৃণমূলে চলে যান। সম্প্রতি এলাকায় নানা কাজে মনোজ উপাধ্যায়কে বাধা দেওয়া হচ্ছিল। আর তাই হয়তো পুরনো জায়গায় তিনি ফিরতে চাইছিলেন। দক্ষ সংগঠক হওয়ার কারণে তিনি দলবদল করলে ভদ্রেশ্বর তৃণমূল শূন্য হয়ে যেতে পারতো, আর তাই মনোজ উপাধ্যায় খুন হয়ে থাকতে পারেন। আপনার মতামত জানান -