ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা, স্তম্ভিত গোটা বামনেতৃত্ত্ব জাতীয় বিশেষ খবর রাজ্য January 21, 2018 আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অপূরণীয় খাঁটি হয়ে গেল বামফ্রন্টের, ফলে স্তম্ভিত গোটা বাম নেতৃত্ত্ব। কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে এসে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাস। রাজ্য কমিটি ও বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশের অন্যতম প্রধান দায়িত্ত্ব ছিল তাঁর, সেই নিয়ে কেন্দীয় কমিটির বৈঠকে দলীয় নেতাদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নেন তিনি। এরপর ত্রিপুরা ভবনে রাত্রিবাসের সময় হঠাৎ করে ভোরের দিকে তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমানে খগেন বাবুর মৃতদেহ পিস হেভেনে রাখা আছে, পরে তাঁকে রাজ্য সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে। বিকেলে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে আগরতলায়, আগামীকাল সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় শোকে বিহ্বল বামনেতৃত্ত্ব। খগেনবাবুর মৃত্যুতে ত্রিপুরায় রাজ্য কমিটির বৈঠক ও বিধানসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণার কাজ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে বামফ্রন্ট সূত্রে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -