এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জনগণের করের কোটি কোটি খরচ করে মুখ্যমন্ত্রী কত বিনিয়োগ এনেছেন: দিলীপ ঘোষ

জনগণের করের কোটি কোটি খরচ করে মুখ্যমন্ত্রী কত বিনিয়োগ এনেছেন: দিলীপ ঘোষ

দুদিন আগে ওন্দার রামসাগরে এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তীব্র ভাষায় আক্রমন করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপবাবুর সঙ্গে ওন্দার জনসভায় মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়রা উপস্থিত ছিলেন। ওই সভা থেকে দিলীপবাবু বলেন –

১. পেটের তাগিদে এরাজ্যের মানুষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজের জন্য চলে যাচ্ছে, আর ওইসব রাজ্যে শ্রমিক মৃত্যুর গল্প ফাঁদা হচ্ছে
২. কেন শ্রমিকরা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন
৩. সিপিএম রাজ্যের বহু কলকারখানা বন্ধ করেছে, তৃণমূলও সিপিএমের মতোই রাজ্যের কারখানা বন্ধ করছে
৪. শীতের মরশুমে শিল্প সম্মেলনের নামে রাজ্য সরকার মোচ্ছব আর পিকনিক করছে
৫. জনগণের করের কোটি কোটি টাকা খরচ করে বাস্তবে মুখ্যমন্ত্রী কত টাকা রাজ্যে বিনিয়োগ এনেছেন তা তাঁকে জানাতে হবে
৬. আগামী লোকসভা ভোটে এরাজ্যে তৃণমূলের অর্ধেক ঝাঁপ বন্ধ হবে
৭. ২০২১ সালে দলটাকে তালাবন্ধ করে দেব
৮. শাসকদল আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে মনোনয়নপত্র জমা দিতে দেবে না বলছে
৯. আমরা বলছি, আপনারা তা জমা দিতে পারেন কি না সেটা দেখুন
১০. বেশি বাড়াবাড়ি করলে দোকান বন্ধ করে দেব

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!