ভদ্রেশ্বরের পুরপ্রধান হত্যায় ফিরহাদ হাকিম দোষী ঠাওরালেন কাকে? বিশেষ খবর রাজ্য November 22, 2017 মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ স্থানীয় জয় ভারত সংঘ থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেস নেতা ও ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায়। ঐসময় অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে খুন হন তিনি। বাইকে থাকা সঙ্গীর দাবি স্থানীয় দুষ্কৃতীরাই আছে এই খুনের পিছনে, এমনকি রাজু ও রতন নামে দুই দুষ্কৃতীর নাম উঠে আসছে ঘটনায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের দাবী এটি পরিকল্পিত খুন, সমাজবিরোধীদের কাজকর্মর প্রতিবাদ করাতেই দুষ্কৃতীদের টার্গেট হয়ে যান মনোজবাবু বলে মনে করছেন তাঁরা। কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ ভিন্নমত পোষন করছেন হুগলির দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এব্যাপারে নাম না করে আঙ্গুল তুলছেন বিজেপির দিকেই। তিনি জানান, যে সাম্প্রদায়িক শক্তি ক্রমশ ছড়িয়ে পড়ছে তারা আমাদের সরিয়ে দিতে চায়, আমাদের সক্রিয় সংগঠকরাই এদেন নিশানায়। এদের খুনের রাজনীতির ইতিহাস রয়েছে, গান্ধীজি থেকে গুজরাট, বিরুদ্ধমতকে রুদ্ধ করতে চরমপন্থা নিয়েছে তারা। আপনার মতামত জানান -