প্রিয়া প্রকাশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের জাতীয় বিনোদন বিশেষ খবর February 14, 2018 একেই বোধ হয় বলে রাতারাতি বিখ্যাত হওয়া। সত্যিই এক রাতের মধ্যে সারা দেশ বা বলা ভালো সারা বিশ্ব তাকে চিনে গেছে। সোশাল মিডিয়া জুড়ে শুধু তারই ছবি। তিনি প্রিয়া প্রকাশ ভারিয়ার।আর এবার বিতর্কে জড়িয়ে গেলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী ,সলমান ভাবাবেগে আঘাত করেছে প্রিয়া প্রকাশের ভিডি ও এমন অভিযোগ করে হায়দরাবাদের ফলুকনমায় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে একদল সংখ্যালঘু যুবক। অভিযোগে বলা হয়েছে, ওরু আদার লাভ সিনেমার ‘মানিক্য মালরায়া পুভি’ গানটি ইংরেজিতে অনুবাদ করলে তার ভাষা হজরত মহম্মদকে অসম্মান করছে।ওই গানটি গেয়েছেন বিনীত শ্রীনিবাসন ও লিখেছেন শান রেহমান। গানটি জনপ্রিয় হলেও তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে গানের দৃশ্যায়নে প্রিয়ার ভাবভঙ্গি।যদিও পুলিশ অভিযোগ দায়ের করেনি।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -