ফের অন্তর্দ্বন্দ্ব গেরুয়া শিবিরে, রাজ্য February 14, 2018 ফের অন্তর্দ্বন্দ্ব গেরুয়া শিবিরে। বিজেপির এখন প্রধান লক্ষ বাংলা জয়। কিন্তু বিতর্কে উঠে এল রাজ্য শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি তাপস চট্টোপাধ্যায়ের নাম। তিনি বলেছেন, ‘‘দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে৷’’ তাঁর এই বক্তব্যেই বিজেপির একাংশ ক্ষোভে ফেটে পরে বলে জানা গেছে। এই বিক্ষুব্ধ অংশকে গঠিত হয়েছে সেভ বেঙ্গল কমিটি যার সভাপতি অশোক সরকার মনে করেন, ‘‘রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান ঠুঁটো জগন্নাথ৷ বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্ব যেমন চাইছেন, তেমনই হচ্ছে৷ দলীয় সংবিধানই মেনে চলা হচ্ছে না৷’’ এমনটাই সূত্রের খবর। জানা গেছে দলের যাদের বিরুদ্ধে শাস্তিমূলক বাবস্থা নেওয়া হয়েছে তাদের দল থেকে বাতিল করার প্রশ্ন উঠলে তাপসবাবু জানান, ‘‘শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাঁদের বিরুদ্ধে, এ ক্ষেত্রে দলের কাছে তাঁদের আবেদন জানাতে হবে৷ ওই আবেদনের ভিত্তিতে ফের তাঁদের কাজ করার জন্য সুযোগ দেওয়া হবে৷ কিন্তু, যদি আবার আগের মতো তাঁরা আচরণ করেন, তা হলে তখন তাঁদের বহিষ্কার করা হবে৷’’ শৃঙ্খলারক্ষা কমিটির অন্যান্য সদস্যরা তাঁর কাছে বিভিন্ন অভিযোগ নিয়ে গেলে তিনি বুঝতে চাননি কখনও, এমনটাই অভিযোগ তাপসবাবুর বিরুদ্ধে বিক্ষোভকারিদের। কিন্তু এই ভাবে অন্তর্দ্বন্দ্ব বারতে থাকলে গেরুয়া শিবিরের বাংলা জয় সম্ভবপর হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -