নদীয়ার কৃষ্ণনগরে ফের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা জাতীয় রাজ্য February 14, 2018 নদীয়ার কৃষ্ণনগরে সরকারি জনসভা মঞ্চ থেকে রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের নাম উল্লেখ করে কেন্দ্রে মোদী সরকারকে তীব্র ভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷তিনি এদিন বললেন, ‘‘নদিয়ায় এখন উন্নয়নের জোয়ার বইছে ৷ রাজ্যের আমরা যা করেছি, তা আগে কেউ করে দেখাতে পারেনি৷ আজ পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজে এক নম্বর৷ ইজ অব ডুইং বিজনেসে আমরা সেরা ৷ ফলে, আমাদের উন্নয়ন শেখাতে আসবেন না৷’’ একই সাথে কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ‘‘কেন্দ্র টাকা দেয় না৷ মুখে বড়বড় কথা বলে৷ আজ দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে৷ মোদীর সরকারের আমলে আজ ব্যাংকে টাকা সুরক্ষিত নয়৷ জিএসটি’র কারণে ছোটো ব্যবসায়ীরা সংকটে পড়েছে৷ আজ বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি কৃষকের আত্মহত্যা করছেন৷ কিন্তু, আমাদের রাজ্যে কৃষকদের খাজনা নিই না৷ কেন্দ্র বলছে, আমরা কৃষক দরি৷ কেন্দ্র কি কৃষকদের ঋণ মোকুব করেছে? মুখে বড় বড় কথা বললে হবে না৷ পশ্চিমবঙ্গ কী করছে, আগে দেখ শিখুন, তারপর কেন্দ্র চালাবেন ৷’’ বহু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন । তিনি জানালেন ‘‘বাংলা আবাস যোজনায় ২৫ লাখ বাড়ি হয়েছে৷ কল্যাণী, করিমপুরে মডেল থানা হয়েছে৷ বীরনগরে নতুন সাব স্টেশন হবে৷ ১৩ হাজার কিমি রাস্তার সূচনা হয়েছে৷ নদিয়ার ৮টি কর্মতীর্থ হয়েছে৷ সবার জন্য আলো প্রকল্পে বিদ্যুৎ দেওয়া ব্যবস্থা করা হয়েছে৷ ন্যায্যমূল্যের ওষুধের দোকান হয়েছে৷ নদিয়ায় ১০টি কিষাণ মান্ডি হয়েছে৷ কৃষকদের অভাবী বিক্রি করতে তহবিল করা হয়েছে৷ কৃষকদের বার্ধক্যভাতা ১ হাজার টাকা করা হয়েছে৷ আমাদের সরকার জনবিরোধী কাজ করে না৷ আমরা জনগণের করের বোঝা বাড়াইনি৷ ছাত্র-ছাত্রীদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী ও উচ্চশিক্ষায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমনকি, কন্যাশ্রীতে জন্য এখন ১ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি৷ রাজ্যের সব কাজ করে দিয়েছি৷ এত কিছু করার পরও বিরোধীরা কুৎসা করছে৷ এগুলি বেশি দিন চলবে না৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ বুঝিয়ে দেব ৷’’ আপনার মতামত জানান -