এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য নেতৃত্বের বদল নিয়ে জলঘোলা বিজেপিতে

রাজ্য নেতৃত্বের বদল নিয়ে জলঘোলা বিজেপিতে


এখনই বিজেপির রাজ্য নেতৃত্বে কোনও বদল হচ্ছে না এমনই কথাবার্তা চলছে এখন গেরুয়া শিবিরের বিভিন্ন অংশে ৷যদিও বদল প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ আশ্বাস ছিলো । বর্তমান রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থার জেরে গেরুয়া শিবিরের বিভিন্ন অংশে মত বিরোধ তৈরী হয়েছে ৷বহু প্রাক্তন নেতাকে বিভিন্ন অজুহাতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। যা জন্ম দিচ্ছে এই অনাস্থার । এমনকি সম্ভবনাময় অনেক নতুন নেতা নেতৃত্বকে রাজ্য নেতৃত্বের দলীয় স্বার্থ অক্ষুন্ন রাখতে কোনঠাসা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে নানামহলে । আর এর ফলেই বহু প্রতিভাকে অনায়াসেই হারাচ্ছে বিজেপি । রাজ্য নেতৃত্বের একাংশ ‘দুর্নীতি’র সঙ্গে যুক্ত এমন অভিযোগ ও উঠেছে । যার মধ্যে অন্যতম ‘নিজের আখের গুছিয়ে নেওয়া’র মত বিষয়। আরও বিশদে বললে বিভিন্ন নির্বাচনে দলের কেন্দ্রীয় স্তর থেকে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয় রাজ্যের জন্য, তার সবটুকু খরচ না করে কিছু পরিমাণ আলাদা করে সরিয়ে রাখা হয়। আসন্ন দ্বিতীয়স্তরের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কথা মনে করেই রাজ্য নেতৃত্বে বদল ঘটছে না একথা জানা গেছে। রাজ্য নেতৃত্বের একাংশের স্বার্থসিদ্ধি প্রস্তাব সমর্থন করে দলের নেতৃত্ব দেবেন এমন কোনো মুখপাত্র এই মুর্হুতে পাওয়া যাচ্ছেনা । তাই বিক্ষুব্ধ নেতাদের থামিয়ে রাখার জন্যেই রাজ্য নেতৃত্বে শীঘ্রই বদলের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!