এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনার মাঝেই মেলায় শামিল হওয়ার আবেদন দিলীপের! হতবাক রাজ্যবাসী!

করোনার মাঝেই মেলায় শামিল হওয়ার আবেদন দিলীপের! হতবাক রাজ্যবাসী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। উৎসবের মরসুমে কেন মানুষের আনন্দের রাশ টানা হল না, তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে বিজেপি নেতা নেত্রীদের। কিন্তু এই পরিস্থিতিতে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে পরোক্ষে সাধারন মানুষকে সেই মেলায় শামিল হওয়ার আহ্বান জানাতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে।

স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো হতবাক রাজ্যের সাধারণ মানুষ। যেখানে বিজেপির পক্ষ থেকে জনসমাগম করা নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে, সেখানে দিলীপ ঘোষ নিজেই কেন গ্রামীণ মেলাকে অর্থনীতির ফুসফুস বলে দাবি করে মানুষকে সেখানে আহ্বান করছেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে কলাবনি মেলার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই উপস্থিত হন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই গ্রামীণ মেলা নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গ্রামের লোকেদের মিলিত হওয়ার সবথেকে বড় জায়গা গ্রামীণ মেলা। এখানে মানুষ মেলামেশা করতে পারে। হস্তশিল্পী সহ বিভিন্ন মানুষ নিজেদের তৈরি জিনিস বিক্রি করে মেলায়। এগুলো অর্থনীতির ফুসফুস। কিন্তু রাজ্য সরকার এই মেলা বন্ধ করে দিতে চাইছে।”

আর দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়েই নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যেখানে করোনা পরিস্থিতি এত ভয়াবহ, সেখানে গ্রামীণ মেলায় উৎসাহ দেওয়ার কি প্রয়োজন বিজেপি নেতার, তা নিয়ে অনেকেই সোচ্চার হতে শুরু করেছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!