এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিল্লী সফরে দিলীপ ঘোষও, এই সফর ঘিরে তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির

মুখ্যমন্ত্রীর পাশাপাশি দিল্লী সফরে দিলীপ ঘোষও, এই সফর ঘিরে তীব্র চাপানউতোর তৃণমূল ও বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতি ক্রমশ দিল্লি অভিমুখ হয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য দিল্লি দরবার। আর সেই সূত্রেই তিনি  দিল্লি  গেলেন বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশের বিরোধী নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন। সেক্ষেত্রে মোদি বিরোধী জোটকে আরো শক্তপোক্ত করার উদ্যোগ নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দিল্লি উড়ে গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

স্বাভাবিকভাবেই দুই বিরোধী দলের মুখ্য নেতা-নেত্রী যেভাবে একের পর এক দিল্লি  গেলেন, তাই নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। পাশাপাশি আগ্রহ বাড়ছে ওয়াকিবহাল মহলেরও। অন্যদিকে  মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ সহযোগে মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে বলেছেন তিনি কার্যত প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য সাহায্য চাইতে যাচ্ছেন। একইসাথে দুর্নীতি তীরে তিনি বেঁধেন তৃণমূলকে। দিলীপ ঘোষের দাবি, রাজ্যকে যদি অর্থ সাহায্য করা হয়, তাহলে তৃণমূল দল সেই টাকা খেয়ে ফেলে। পরবর্তীতে হিসাব দিতে পারেনা রাজ্য কেন্দ্রকে। দিলীপ ঘোষ জানিয়েছেন, এ সপ্তাহে কেন্দ্রীয় সরকারের হাত দিয়ে সংসদে অনেকগুলি বিল পাস হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত বিরোধীরা যদি হই হট্টগোল না করে সংসদ ঠিকভাবে চালাতে দেয় তাহলেই সব হবে। অন্যদিকে বিরোধী জোট প্রসঙ্গে দিলীপ ঘোষ উল্লেখযোগ্যভাবে জানিয়েছেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে সেটিং করতে চাইছে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। তবে সেক্ষেত্রে তিনি কংগ্রেসকেই  দোষী ঠাউরেছেন। তাঁর মতে, এ রাজ্যে কংগ্রেসের হাত ধরে বামেরা শেষ হয়ে গিয়েছে। দিল্লিতে যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়ায় কংগ্রেসের হাত ধরে তৃণমূল, তাহলে তৃণমূল শেষ হয়ে যাবে।

খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে দিলীপ ঘোষের জবাবে পাল্টা কটাক্ষ এসেছে তৃণমূল থেকে। এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় দিলীপ ঘোষকে হেরে যাওয়া পার্টির সভাপতি বলে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে ক্রমাগত তৃণমূল এবং বিজেপির মধ্যে 24 এর লড়াইয়ের ভিত্তিতে চাপানউতোর শুরু। আপাতত লক্ষ্য, দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কোন ম্যাজিক দেখাতে পারেন কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!