এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির অনেকেই আড়ালে চলে যাবেন

বর্তমান পরিস্থিতিতে রাজ্য বিজেপির অনেকেই আড়ালে চলে যাবেন


তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়, আর তা ঘিরেই আশা-আশঙ্কার দোলচাল শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। শাসকদলের মুকুল অনুগামীরা তো বটেই বিজেপি কর্মীদের একাংশও খুব আশাদীপ্ত যে রাজ্যে কাঙ্খিত পরিবর্তনের পরিবর্তন এবার সময়ের অপেক্ষা।কিন্তু তার সাথে কোথাও কোথাও কাঁটাও উঁকি মারছে। মিডিয়াতে সব থেকে চর্চিত বিষয় এখন এইটাই যে মুকুল রায়ের উপস্থিতিতে পদ্মফুল শিবিরের সাংগঠনিক পদে কোন ধরনের পরিবর্তন আসতে চলেছে। অনেকেরই ধারণা, মুকুল রায়ের শিবিরের যে সব নেতা-কর্মী এখনও তৃণমূল কংগ্রেসে রয়েছেন, আগামী দিনে রাজ্য জুড়ে বিজেপির বিভিন্ন পদের দায়িত্ব তাঁরা পেতে চলেছেন।
আর তাই সূত্রের খবর, নিজের পদ ‘বাঁচাতে’ রাজ্য বিজেপির কোনও কোনও নেতা মকুল রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন আবার, কোনও কোনও নেতা আবার পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠে গেছে, তাহলে কি বঙ্গ বিজেপি ভাঙ্গনের সম্মুখীন? তারাও কি আদি আর নব্য রোগে আক্রান্ত হতে চলেছে? রাজ্য বিজেপির বিক্ষুব্ধ বিভিন্ন অংশের শিবির (সেভ বেঙ্গল বিজেপি) এর এই বিষয়ে প্রতিক্রিয়া সামনে এনেছে এক বাংলা ওয়েব পোর্টাল। তাদের দাবী, রাজ্য বিজেপি হয়তো ভাঙবে না, তবে রাজ্য বিজেপিতে বিশৃঙ্খলা চলছে। নিজের স্বার্থে বিজেপিকে এখন ব্যবহার করে কেউ চলে যেতে পারেন। কিন্তু, দীর্ঘ বছর ধরে যাঁরা বিজেপি করছেন, তাঁরা অন্য দলে যাবেন না, বর্তমান পরিস্থিতিতে তাঁরা হয়তো আড়ালে চলে যাবেন। তবে, তাঁরাই আবার ঘুরে দাঁড়াবেন৷ যদিও এই বক্তব্যের সত্যতা প্রিয়বন্ধু মিডিয়ার তরফে যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনোভাবেই কোন ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!