এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় স্বস্তি মধ্যবিত্তের হেঁশেলে ! এক ধাক্কায় অনেকটা কমল ভোজ্য তেলের দাম !

বড়সড় স্বস্তি মধ্যবিত্তের হেঁশেলে ! এক ধাক্কায় অনেকটা কমল ভোজ্য তেলের দাম !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দাম বেড়েছিল ভোজ্য তেলের , যার ফলে এতদিন  দিন ভোজ্য তেলের দামের কারণে অনেকেরই হাত পুড়ছিল।তবে এবার সেই পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেতে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে ফলে স্বস্তির হাঁফ ছাড়ছে সাধারণ মানুষ ।  এদিন এক আলোচনা সভায় ভারতের উদ্ভিজ তেল উত্‍পাদনকারী প্রতিষ্ঠানের সভাপতি সুধাকর রাও দেশাই জানান যেহেতু তেলের দাম কমেছে তাই তার প্রভাব অন্যান্য খাদ্যদ্রব্যের দামের ক্ষেত্রেও পড়বে ।

বর্তমানে সূর্যমুখী তেল, সয়াবিন তেল, ব্র্যান্ডেড পাম তেল প্রভৃতির ক্ষেত্রে সর্বাধিক প্রায় ১৫ টাকা পর্যন্ত কমেছে প্রতিলিটার অনুযায়ী। সূর্যমুখী তেলের দাম লিটার প্রতি কমেছে প্রায় ১০ থেকে ১৫ টাকা সয়াবিন তেলের দাম কমেছে লিটার প্রতি ৫ টাকা এবং ব্র্যান্ডেড পাম তেলের দাম কমেছে লিটারপ্রতি ৭ থেকে ৮ টাকা। বর্তমানে এই দাম কমার কারণে স্টক বাড়বে ডিস্ট্রিবিউটরদের ফলে আগামীতে তেলের দাম অনেকটা নিয়ন্ত্রনে  থাকবে বলে মত বিশেষজ্ঞদের । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!