এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “সকলের চাকরি যাবে” নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড় হুঁশিয়ারি শুভেন্দুর !

 “সকলের চাকরি যাবে” নিয়োগ দুর্নীতি নিয়ে বড়সড় হুঁশিয়ারি শুভেন্দুর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো রাজ্যের অস্বস্তি বেড়েই চলেছে। ইতিমধ্যেই প্রাথমিক টেট নিয়োগে 269 জনকে বরখাস্ত করা হয়েছে। আদালতের নির্দেশের পরেই তৈরি হয়েছে অস্বস্তি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির অভিযোগ তুলে বড়সড় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামে রামচন্দ্রের পূজার অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পরীক্ষা না দিয়ে বেসিক ট্রেনিং, টেট পাস ছাড়াও অনেকে চাকরি পেয়েছে। প্রাথমিকে অনেকে চাকরি পেয়েছে। তাই তাদের সকলের চাকরি যাবে।”

স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে অনেকের কাছেই চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!