এখন পড়ছেন
হোম > রাজ্য > মোদী সরকার নাকি তাঁকে খুন করে দেবে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

মোদী সরকার নাকি তাঁকে খুন করে দেবে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

মেয়ো রোডে ‘সংহতি দিবস’ মঞ্চের সভা থেকে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। আর সেই নিয়ে বলতে গিয়েই তিনি অভিযোগ করেন যে ‘‘প্রতিবাদ করলেই এজেন্সি পাঠানো হচ্ছে। বলছে অভিষেক, সুব্রত, ববি, শুভেন্দু, পার্থ-রা কথা বললেই জেলে ঢুকিয়ে দেবে৷ আর আমাকে খুন করে দেবে৷’’সাথে তাঁর অভিযোগ ‘‘কত কষ্ট করে দলটা চালায়, সেটা আমি জানি৷ অথচ এরকম একটা ভিখিরির পার্টিকেই রোজ একটা করে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠাচ্ছে৷’’ এছাড়া নির্দোষ মানুষকে জেলে ঢোকাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন ‘‘সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকেও জেলে তিন মাস ভরে রাখা হল৷ তাপস শুধু বিজ্ঞাপনে ছিল, তবু ওকে জেলে ভরে দিল৷ কিছুই করেনি, তবু মদনকে আটকে রেখে দিয়েছিল ১ বছর৷ সবাই চোর৷ শুধু ওরাই সাধু৷’’ কিন্তু তিনি যে দমে যাওয়ার মানুষ নন তা তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি এদিন বলেন, ‘‘এভাবে আমাদের রোখা যাবে না৷ যতদিন বাঁচব, আওয়াজ কিন্তু বেরুবে৷ আমার কন্ঠরোধ করতে পারবেন না৷’’ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘‘তৈরি হন, নজর রাখুন৷ অচেনা লোক ঘুরে বেড়াচ্ছে দেখলেই পুলিশকে খবর দিন। নিজের আইন হাতে তুলে নেবেন না।’’সাথে তিনি বলেন যে তিনি ওদের মতো ধর্মনিরপেক্ষ ও হিংসার রাজনীতি করেন না। তার প্রমান হিসাবে বলেন ‘‘আমি গ্যারেন্টি দিয়ে বলছি- এরাজ্যে তৃণমূলের যত কর্মী গ্রেফতার হয়েছেন, সিপিএম কিংবা বিজেপির অত কর্মী গ্রেফতার হয়নি৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!