এখন পড়ছেন
হোম > রাজ্য > নাম না করে এবার মুকুলকে বিঁধলেন অভিষেক

নাম না করে এবার মুকুলকে বিঁধলেন অভিষেক

 

সংহতি দিবস উৎযাপন উপলক্ষ্যে মেয়ো রোডের সভায় তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নাম না করে মুকুল রায়কে বিঁধলেন। এদিন তিনি বললেন ‘বাংলার মীরজাফর আর নন্দিগ্রাম কান্ডের বহু মানুষের হত্যাকারী লক্ষ্মণ শেঠকে সঙ্গি করে ওরা ভাবছে বাংলার ক্ষমতা দখল করবে। আমি আজ এই মঞ্চ থেকে বলে দিচ্ছি, বিধানসভার ২৯৪ টা সিটের মধ্যে একটাও যদি বিজেপি পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব।’ মুকুল রায় বিজেপিতে যোগ দিয়ে একর পর এক অভিযোগ করেছেন অভিষেকবাবুর নামে তার মধ্যে অন্যতম অভিযোগ বিশ্ববাংলা একটি কোম্পানি যার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুলের তোলা অভিযোগ নিয়ে এদিন যদিও অভিষেকবাবু কোনো কথা বলেন নি। তিনি আরো বলেন ,’বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে এখনও পর্যন্ত যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর সবটাই পূরণ করেছেন। আর ওরা নোটবন্দী, জিএসটি এগুলির মাধ্যমে দেশটাকে আরও রসাতলে পাঠাচ্ছে। এদের বিশ্বাস করবেন না।’ সাথে রূপা গাঙ্গুলিকেও কটাক্ষ করে বলেন ,’এই রূপা গাঙ্গুলি একসময় বিজেপির তরফ থেকে কলকাতা পুরসভার মেয়র হওয়ার জন্য ভোটে দাঁড়াতে চেয়েছিলেন। যদিও পরে সেটাও হয়ে ওঠেনি। আর আজ নিজের ভোটার তালিকার নাম রাজ্য থেকে তুলে নিয়ে দিল্লির ভোটার হয়ে যাচ্ছেন উনি।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!