এখন পড়ছেন
হোম > জাতীয় > দিল্লিতে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকের আগে বড় ঘোষণা অমিত শাহের

দিল্লিতে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকের আগে বড় ঘোষণা অমিত শাহের


দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে বিজেপির দুদিনের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠক। এই বৈঠকে আসন্ন বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে তো বটেই, গুরুত্ত্বপূর্ন আলোচনা হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচন নিয়েও বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের। তবে, সবথেকে বড় আলোচনা হতে পারে রাজস্থান ও পশ্চিমবঙ্গ নিয়ে – এমন কি এই দুই রাজ্যে বড়সড় সাংগঠনিক পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে কোনো কোনো মহল থেকে দাবি করা হচ্ছে।

ফলে এই দুদিনের বৈঠক ঘিরে তুমুল আগ্রহ রাজ্য-রাজনীতিতে। রাজ্য-বিজেপির শীর্ষ নেতারা, যাঁরা এই বৈঠকে ডাক পেয়েছেন ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন দিল্লিতে। বাকি নেতাদের মধ্যেও তুমুল আগ্রহ – কি হতে চলেছে আসন্ন পরিবর্তন। সকাল থেকেই বিজেপির নেতা-কর্মীদের মধ্যে তুমুল আগ্রহ ও জল্পনা শুরু হয়েছে এই বৈঠক ঘিরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এই এক্সিকিউটিভ কমিটির বৈঠকের আগেই দিল্লিতে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক করল ভারতীয় জনতা পার্টি। আর সেই বৈঠক থেকে বেরিয়েই বড় ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি জানান, ২০১৯ সালের ভোটে বিজেপি ফের একবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। শুধু তাই নয়, ২০১৪ সালের থেকেও বেশি আসন পেতে চলেছে বিজেপি বলে দাবি করেন তিনি। ‘সঙ্কল্পের’ শক্তিকে কেউ পরাজিত করতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!