এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গভঙ্গের দাবী তুলে কার্যত বিপাকে দুই বিজেপি সাংসদ, দিল্লী তলব নিয়ে বাড়ছে জল্পনা

বঙ্গভঙ্গের দাবী তুলে কার্যত বিপাকে দুই বিজেপি সাংসদ, দিল্লী তলব নিয়ে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ বাংলার রাজনীতিতে উথাল পাথাল শুরু হয়েছে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে। সম্প্রতি আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। মূলত তাঁর দাবী ছিল উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা। একই সুরে সুর মিলিয়ে এরপরে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাঢ়বঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন দিলীপ ঘোষ এই প্রত্যেকটি দাবি ব্যক্তিগতভাবে করা হয়েছে। এরসাথে দলের কোনো যোগ নেই। একইসাথে তিনি দলীয় কর্মীদের জন্য বার্তা দেন, দলে থাকতে গেলে দলের কথা মেনে চলতে হবে।

দিলীপ ঘোষের প্রকাশ্যে সতর্কবাণী নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে সৌমিত্র খাঁকে দিল্লি ডেকে পাঠানো হয় সম্প্রতি। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডার সঙ্গে তাঁর বৈঠক হয়। যদিও যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এ দিন জানান, রাজ্যে বিজেপির হারের পর আগামী দিনের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে বিধানসভা নির্বাচনে হারার পর এমনিতেই গেরুয়া শিবির যথেষ্ট অস্বস্তিতে। তার মধ্যে আলাদা রাজ্যের দাবি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। আর সেই সূত্রেই সৌমিত্র খাঁকে ডেকে নিয়ে দিল্লি থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে জানা যাচ্ছে গেরুয়া সূত্রে, দলের মিডিয়া প্যানেলিস্টদের বৈঠকে সৌমিত্র খাঁর বিরুদ্ধে করা ব্যবস্থার দাবি তোলা হয়। অনেকেই বলতে শুরু করেন জন বার্লা এবং সৌমিত্র খাঁ যেভাবে আলাদা রাজ্য ভাগ করার দাবিতে সরব হয়েছেন, তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এরপরে রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানানো হয়। দিলীপ ঘোষের পক্ষ থেকেও কড়া বার্তা দেওয়া হয়। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত জন বার্লা বা সৌমিত্র খাঁ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রাজ্যে বিজেপি হারের পর কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে। তার মধ্যে দলের ভাঙন বিপর্যয় নিয়ে চূড়ান্ত চাপানউতোর চলছে। তার মধ্যেই আলাদা রাজ্যের দাবি বিপর্যয় বাড়িয়ে তুলছে। ইতিমধ্যেই আলাদা রাজ্যের দাবি শোনার পর আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে চলে এসেছেন। অনেকেই মনে করছেন, উত্তরবঙ্গের গেরুয়া শিবিরের ফাটলের কারণ হিসেবে অন্যতম হলো বঙ্গভঙ্গের দাবি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!