এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেককে নয়া সম্বোধনে ভূষিত করলেন শুভেন্দু, চাপ বাড়ল মমতার!

অভিষেককে নয়া সম্বোধনে ভূষিত করলেন শুভেন্দু, চাপ বাড়ল মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে ক্রমাগত উত্থান এবং তার গুরুত্ব কমে যাওয়ার কারণেই যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, তা কার্যত স্পষ্ট। ঘাসফুল শিবির ছেড়ে যেদিন থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছেন অধিকারী পরিবারের মেজো ছেলে, সেদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা সবথেকে বেশি কটাক্ষ করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাম না করে “তোলাবাজ ভাইপো” বলে লাগাতার আক্রমণ করেছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুকুলের এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী সহ বিজেপিতে নাম লেখানো অন্যান্য রাজনৈতিক নেতাদের কাছে কার্যত নিজের অস্তিত্ব জানান দেওয়ার পরীক্ষা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই পরীক্ষায় বেশ ভালোমতই উত্তীর্ণ হয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। 213 টি আসন পেয়ে তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস।

তবে তা সত্ত্বেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়ছেন না তার এক সময়কার সতীর্থ তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বস্তুত, বর্তমান বঙ্গ রাজনীতিতে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ ভয়াবহ আকার ধারণ করেছে। সদ্য প্রাক্তন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দড়ি টানাটানি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আজ রাজ্যপালের সঙ্গে নানা বিষয় নিয়ে দেখা করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। আর তারপরেই সাংবাদিক বৈঠক থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা যায় তাকে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “নাবালক নেতা” বলে কটাক্ষ করেন শুভেন্দুবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের ফলে দুর্গত এলাকা পরিদর্শন করেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন্দ্রের পক্ষ থেকে যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমন করতে দেখা যায় তাকে। এক্ষেত্রে বাংলার নির্বাচনের সময় যেভাবে কেন্দ্রীয় সরকারের একের পর এক পদাধিকারী থেকে শুরু করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং তার ফলে করোনা ছড়িয়েছেন, তার জন্য তাদের বিরুদ্ধে কেন বিপর্যয় মোকাবিলা আইন লাগু হবে না, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাব দিতে গিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যপালের সাথে দেখা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। আর সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “অভিষেক রাজনীতিতে এখনও নাবালক। ওই নাবালক নেতার কথার উত্তর দেব না।” আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

অনেকে বলছেন, তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতা দখল করার পরেই প্রমাণ হয়ে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষ রাজনৈতিক নেতা‌। এক্ষেত্রে তিনি যে আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছেন, তা মেনে নিচ্ছেন দলের নেতা-কর্মীরাও। তাই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা সত্ত্বেও, ভোটের ফলাফলে অভিষেকবাবু প্রমান করে দিয়েছেন, তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।

কিন্তু ভোটের ফলাফল যাই হোক না কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগদান করার পর থেকে শুভেন্দু অধিকারী যে অবস্থান ব্যাখ্যা করেছিলেন, সেই অবস্থানে যে তিনি অনড়, তা আবারও বুধবার বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “নাবালক” নেতা বলে কটাক্ষ করে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে কার্যত প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলেন শান্তিকুঞ্জের মেজোবাবু। অর্থাৎ শান্তিনিকেতনের সঙ্গে শান্তিকুঞ্জের লড়াই যে বঙ্গ রাজনীতিতে এখনও বর্তমান এবং এই লড়াই যে দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকবে, তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!