এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সেচ ও বন দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্তের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, সুর মেলালেন তৃণমূল সাংসদ

সেচ ও বন দপ্তরের দুর্নীতি নিয়ে তদন্তের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, সুর মেলালেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইয়াশের পরে কার্যত রাজ্যের বিভিন্ন বাঁধ ভেঙে গিয়েছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। জানা গিয়েছে, এই বাঁধগুলি নির্মাণ হয়েছে সম্প্রতি। গতবছর আমফানের পর ভেঙে যাওয়া বাঁধ সারানো হয় সরকারি উদ্যোগে। কিন্তু এক বছরের মধ্যেই এই বাঁধগুলী ভেঙে যাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

পাশাপাশি এই ঘটনার জন্য নাম না করেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি দুর্নীতির তদন্ত হবে। মনে করা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার দুপুরে যেতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, তৃণমূল সাংসদ প্রথমে রামনগর পৌঁছাবেন। তারপর একে একে পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে খতিয়ে দেখবেন। পাশাপাশি তিনি বিভিন্ন ত্রাণ শিবিরেও যাবেন বলে জানা গিয়েছেস। আজকের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী সেচ দপ্তরের কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

একইসাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন 5 কোটি ম্যানগ্রোভ বসানো হয়েছিল সরকারি উদ্যোগে। কিন্তু সে গাছগুলির কোন হদিস নেই কেন? মুখ্যমন্ত্রী আরও প্রশ্ন তোলেন, গতবছর আমফানের সময় যে গাছগুলি পড়ে গিয়েছিল সেই গাছগুলি কোন দপ্তর তুলেছে এবং সে গাছগুলি কোথায়? তিন দিনের মধ্যে এই সমস্ত রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার সৌন্দর্যায়ন নিয়েও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, খুব বেশি দিন হয়নি দীঘার সৌন্দর্যায়ন করেছিলেন মুখ্যমন্ত্রী। বছর ঘুরতে না ঘুরতেই সেই সৌন্দর্যায়ন কার্যত ঝড়ের মুখে পড়ে একেবারে চৌচির হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন কাজ নিয়ে। একই সাথে দুর্নীতি যে কোথাও একটা হয়েছে, সে ব্যাপারেও নিশ্চিত মুখ্যমন্ত্রী। আর তাই নিয়ে তদন্ত চালানো হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাম না করে রাজীব, শুভেন্দুর দিকেই অভিযোগের তীর হেনেছেন। অভিষেকের মতে, প্রশাসনিক বিষয় বলে মুখ্যমন্ত্রী ব্যাপারটি দেখবেন। তবে দুর্নীতি করে কেউ আর ছাড় পাবেন না।আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার সাইক্লোন বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন। দুই জেলাতেই অভিষেক বার্তা দিয়েছেন, মানুষের পাশে থাকছে দল। বিশেষজ্ঞরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সুযোগ্য উত্তরসূরি হয়ে উঠছে ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারের বিধানসভার নির্বাচনে রাজনীতির আকাশে অন্যতম নক্ষত্র বলে বিবেচিত তিনি। তবে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি বিজেপির বিভিন্ন নেতারা ক্রমাগত অভিষেককে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছেন, তা সত্ত্বেও অভিষেক দমেননি। বরং দ্বিগুন উৎসাহে অভিষেক রাজনীতি চালিয়ে গেছেন। আপাতত দেখার, সরকারিভাবে না বললেও মুখ্যমন্ত্রীর অন্যতম দূত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে গিয়ে দুর্নীতি সংক্রান্ত কোন তথ্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রীর হাতে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!