এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যপালের সংখ্যালঘু তোষনের অভিযোগ উড়িয়ে রমজান মাসে সংখ্যালঘুদের প্রতি বিশেষ বার্তা মমতার

রাজ্যপালের সংখ্যালঘু তোষনের অভিযোগ উড়িয়ে রমজান মাসে সংখ্যালঘুদের প্রতি বিশেষ বার্তা মমতার


রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তোষণ করছে, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। পথসভা হোক বা বিভিন্ন মিটিং-মিছিল, বিরোধীদের অন্যান্য ইস্যুর মধ্যে এই ইস্যু লক্ষ্য করা যায়। বর্তমান সময়টা মুসলিমদের রমজান মাস পালনের সময় কিন্তু এখন কেউ মসজিদে যেতে পারবেন না। বাড়িতে বসেই তাদেরকে রমজান পালন করতে হবে। কেননা বর্তমানে লকডাউন চলছে। কেউ বাড়ির বাইরে বের হতে পারছেন না। আর এমন একটা সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাতের আবহে 14 পাতার চিঠিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষনের অভিযোগ করেছেন রাজ্যপাল।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নির্লজ্জ, বেহায়া বলে তাঁর বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বর্তমানে এই ঘটনা সমগ্র রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু রাজ্যের সাংবিধানিক প্রধান মুসলিম তোষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেও তাতে মাথা ঘামাতে নারাজ পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতেই করোনা সচেতনতা প্রচার করতে রাস্তায় নামতে দেখা যায় তাকে।

সূত্রের খবর, যাদবপুর 8B বাসস্ট্যান্ডে গাড়ি থেকেই বসে মাইকের মাধ্যমে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তার বক্তব্যের মধ্যে উঠে আসে সংখ্যালঘু সমাজের প্রতি প্রীতির কথা। সকলকে ঘরে থেকেই রমজান মাস পালনের অনুরোধ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। সকলে ঘরে থেকেই প্রার্থনা করুন। এখন ঘরই আমাদের মন্দির, মসজিদ। ঘরে থেকেই সকলে প্রার্থনা করুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রাজ্যপালের সংখ্যালঘু তোষণের অভিযোগের পরই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা সচেতনতা নিয়ে রাস্তায় নেমে রমজান মাস পালনের জন্য সংখ্যালঘু সমাজকে ঘরে বসে থেকেই সমস্ত কিছু করার আবেদন জানালেন, তা সত্যিই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে প্রমাণ করে দিতে চাইলেন যে, তিনি রাজ্যপালের কথায় ভয় পান না।

আবার একাংশের মতে, গত লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর, যখন সকলে তার মুসলিম তোষণকে দায়ী করেছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় একই দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন। লোকসভা ভোটে হেরে যাওয়ার পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, “হ্যাঁ আমি মুসলিম তোষন করি। যে গরু দুধ দেয়, তার লাথি খেতেও রাজি আছি।”

যা নিয়ে সেই সময় তীব্র বিতর্ক হয়েছিল। তবে তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি বা তাঁর এই মন্তব্যের কোনো ব্যাখ্যা পরবর্তীকালে দেন নি। যা নিয়ে বিজেপি তীব্র প্রচার শুরু করে। তবে পরবর্তীকালে তিনি তাঁর সর্বধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেন। আর এবার সেই মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল চিঠিতে তিরস্কার করায় তিনি যে তার অবস্থান থেকে সরবেন না, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!