এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আতঙ্ক তীব্র গোটা দেশে! রাজ্যে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে কেন্দ্র! বাদ নেই খোদ গুজরাটও

করোনা আতঙ্ক তীব্র গোটা দেশে! রাজ্যে রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে কেন্দ্র! বাদ নেই খোদ গুজরাটও

করোনাকে দূরীভূত করাই এখন প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের কাছে। প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় লকডাউনের পন্থা বেছে নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই যে সমস্ত রাজ্যের যে সমস্ত জেলা করোনা ভয়াবহতায় একদম শীর্ষে রয়েছে, সেই জায়গাগুলোতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সেই দল পৌঁছে গেছে। আর কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে করোনা ভয়াবহতার কথা উপলব্ধি করে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর পরেই রাজ্য সরকারের তরফে তীব্র বিরোধিতা করা হয়। যা নিয়ে তৈরি হয় ডামাডোল পরিস্থিতি।

তৃণমূলের পক্ষ থেকে এও প্রশ্ন করা হয় যে, বেছে বেছে বিজেপির দখলে যে সমস্ত রাজ্য নেই, সেই সমস্ত রাজ্যের সরকারকে বিব্রত করার জন্যই সেখানে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। আর তৃণমূলে সেই অভিযোগ যে সত্যিই ভিত্তিহীন, তা কার্যত প্রমাণিত হয়ে গেল।

কেননা এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নিজের রাজ্য বলে পরিচিত গুজরাটে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আরও তিনটি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, তামিলনাডু এবং গুজরাট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, যে সমস্ত রাজ্যের লকডাউন ঠিকমত মানা হচ্ছে না, করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে, সেই সমস্ত রাজ্য পরিদর্শন করেই কেন্দ্রকে রিপোর্ট দেবে এই প্রতিনিধি দল। আর তার কারণেই সেই সমস্ত রাজ্য পরিদর্শন করার জন্য কেন্দ্রের তরফে এই প্রতিনিধিদল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে বলছেন, যে সমস্ত রাজ্যে এখন কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, সেই সমস্ত রাজ্যের সরকার কিন্তু এই কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে কোনো বিরোধিতা করেনি।

কিন্তু একসময় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছিল। আর এখন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রমাণিত যে, কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে করোনা মুক্ত করার জন্যই বিভিন্ন রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে। সেক্ষেত্রে কোন রাজ্য বিজেপির দখলে আছে, আর কোন রাজ্য বিরোধীদের দখলে আছে, তা দেখছে না কেন্দ্র। তাদের মূল লক্ষ্য, ভারতবর্ষকে করোনা মুক্ত করা। ফলে একসময় এই কেন্দ্রীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পাঠানো নিয়ে তৃণমূলের বিরোধীতা আজ সত্যিই প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল বলে রাজনৈতিক মহলের।

এদিন গুজরাট সহ আরও বেশ কিছু রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানোর পরেই তৃণমূলের ভূমিকা নিয়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু বলেন, “গুজরাট তো মোদিজী ও অমিতজির নিজের রাজ্য। সেখানেও দল পাঠাচ্ছে কেন্দ্র। আসলে করোনার বিরুদ্ধে লড়াইয় আর ভোটের লড়াই যে এক নয়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝতে চাইছে না।” তবে বিজেপি নেতার কথা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেটাই বুঝুক না কেন, রাজ্যে রাজ্যে কেন্দ্রের এই প্রতিনিধিদল পাঠানো যে করোনাকে মোকাবিলা করার জন্যই, তা আর বুঝতে বাকি নেই কারোরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!