এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রভাবশালী তৃণমূল নেতার জলসায় আবারো চটুল নাচ! ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ দলেরই একাংশের

প্রভাবশালী তৃণমূল নেতার জলসায় আবারো চটুল নাচ! ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ দলেরই একাংশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোটের আগে যেন গ্রহণ লেগেছে তৃণমূলের অন্দরে।আর তাইতো যেন বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতদিন যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে উষ্ণতার প্রকাশ পাওয়া গিয়েছিল, তেমনই সম্প্রতি ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তের তৃণমূল ছাড়া নিয়ে তৃণমূলের অনেক সমস্যার কথাই সামনে এসেছিল সম্প্রতি।

তবে এমন পরিস্থিতিতে এবার সেই ঘটনাস্থল কিন্তু কোচবিহারে পৌঁছে গেছে। এখানে এক তৃণমূল নেতার আয়োজন করা এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চটুল নাচের আসর বসানোকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে দলেরই একাংশের বিরুদ্ধে। আর সেই মতো অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হতে দেখা গেছে তাদেরকে।

যদিও এক্ষেত্রে অভিযোগকারীদের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন অভিযুক্তরা। তবুও নিজেদের দলের মধ্যেই নিজেদের সতীর্থদের এমনভাবে কাঠগড়ায় তোলার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই যে রয়েছে সে কথাই বোঝা গেছে। আর যা নিয়ে একদিকে বিরোধীরাও যে ভোটের আগে তাদেরকে কটাক্ষ করতে ছাড়বে না, সেটা বলাই বাহুল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, গতকাল কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুরের একটি ক্লাবের মাঠে তৃণমূলের পক্ষ থেকে একটি বিজয় সম্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আর সেখানেই সংস্কৃতির বিরুদ্ধে চটুল নাচের আসর বসেছিল বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্থানীয় এক তৃণমূল নেতা, ওই জেলারই সাধারণ সম্পাদক ফারুক মন্ডলকে অভিযুক্ত বলে দায়ী করেছেন বলে জানা গেছে। তাঁর অভিযোগ ফারুক মন্ডল এলাকায় চটুল এবং অশ্লীল নাচের আসর বসিয়ে পরিবেশ নষ্ট করছেন বলেই দাবি করেছেন তিনি। আর তাই এ ঘটনা মেনে নেওয়া যায় না বলেই এমন প্রতিবাদ করেছেন বলেও তিনি জানিয়েছেন।

অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ফারুক মন্ডল অবশ্য বলেছেন, এই ধরনের আসর কে বা কারা বসিয়েছিল সেটা তিনি জানেন না এবং সেইসঙ্গে গোটা ঘটনার সঙ্গে যে তাঁর কোন যোগ নেই সে কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে অযথা এমন একটি ঘটনার সঙ্গে তাঁর নাম জড়ানোয় তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।

অন্যদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই কোচবিহারে তৃণমূল নেতৃত্ব যে অস্বস্তিতে পড়বে সে কথা আলাদা করে বলে দিতে হয় না। সেইসঙ্গে ভোটের আগে নিজেদের প্রচারকাজে এই বিষয়টিকে কাজে লাগানোর চেষ্টা করতে বিরোধীদল যে মুখিয়ে রয়েছেন সেই কথা বলতে দেখা গেছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!