এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি তো ছাড়লেন, এবার কোথায়? শ্রাবন্তীকে নিয়ে কি বললেন পার্থ চ্যাটার্জ্জী?

বিজেপি তো ছাড়লেন, এবার কোথায়? শ্রাবন্তীকে নিয়ে কি বললেন পার্থ চ্যাটার্জ্জী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকালের বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ঘেঁষা এই অভিনেত্রী যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। যথারীতি পুরস্কারস্বরূপ গেরুয়া শিবির শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিমের টিকিট দেয়। বিধানসভা নির্বাচনে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে দাঁড় করানো হয় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই যা হবার তাই হয়। বিপুল ভোটে পার্থ চট্টোপাধ্যায় শ্রাবন্তীকে হারিয়ে দেন।

আর তারপর থেকেই যেকোনো রকম রাজনৈতিক অনুষ্ঠান শ্রাবন্তী চট্টোপাধ্যায় এড়িয়ে চলতে থাকেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল শ্রাবন্তীর চলে যাওয়া নিয়ে। অবশেষে গত কাল টুইটারে ঘোষণা করে শ্রাবন্তী বিজেপি ছাড়লেন। তবে এবার প্রশ্ন উঠেছে, তিনি এখন কোন দিকে যাবেন? তাহলে কি এবার তৃণমূলেই আসতে চলেছেন অভিনেত্রী? এ প্রসঙ্গে তাঁর একুশের প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যদি শ্রাবন্তী চান তাহলে দল ভেবে দেখবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল যে দরজা খোলা রাখছে, সে কথায় আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন তৃণমূল মহাসচিব। তবে তৃণমূলে শ্রাবন্তীর আসার ব্যাপারে বিরুদ্ধ মতও রয়েছে অনেক নেতার। যার মধ্যে অন্যতম হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও আকারে-ইঙ্গিতে শ্রাবন্তীকে দলে নেওয়ার যে পক্ষপাতী নন সে কথা বুঝিয়ে দেন। তবে বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, শ্রাবন্তীর মতো তারকারা ভোটের আগে দলের আসেন টিকিট পাওয়ার জন্য।

কিন্তু যারা সারাবছর দলে খাটাখাটনি করে, তাঁদের ভাগ্যে কিছুই জোটে না। তবে এরপর দিলীপ ঘোষ জানান, রাজনীতিতে এমন অনেক কিছু করতে হয় তা কখনো সফল হয়, কখনো হয়না। বিধানসভা নির্বাচনে প্রার্থী হবার পর অবশ্য মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবং তা নিয়ে বিতর্ক কম হয়নি। সব মিলিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন কোন দিকে যেতে চলেছেন, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!