এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুধু অর্জুন নয়, বিজেপিতে যোগ দিচ্ছেন বড় হেভিওয়েট! আশঙ্কা বাড়ছে ঘাসফুলে!

শুধু অর্জুন নয়, বিজেপিতে যোগ দিচ্ছেন বড় হেভিওয়েট! আশঙ্কা বাড়ছে ঘাসফুলে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তৃণমূলের যারা পুরনো দিনের নেতা, তার মধ্যে অন্যতম তাপস রায় পর্যন্ত যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। আর এর মধ্যেই অর্জুন সিংহ আজ বিজেপিতে যোগদান করার কথা জানিয়ে দিলেন। তবে শুধু তিনি নন, তার পাশাপাশি আরও একজন বড় মাপের নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলেও জানিয়ে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। আর এখানেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি আবার বিজেপিতে যোগদানের ক্ষেত্রে একটা বড় চমক থাকছে? কিন্তু সেই নেতা কে! ইতিমধ্যেই তৃণমূলের মধ্যে বেশ কিছু প্রার্থী নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। জেলায় জেলায় বিক্ষোভ তৈরি হয়েছে। আর তার মাঝেই কি এমন কোনো হেভিওয়েট বিজেপিতে যোগদান করবেন, যার ফলে দুমড়ে মুচড়ে যাবে ঘাসফুল শিবির!

প্রসঙ্গত, কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করেন অর্জুন সিংহ। তবে কখন তিনি যোগদান করছেন, সেই ব্যাপারে কোনো সময় এখনও উল্লেখ করেননি অর্জুনবাবু। কিন্তু তার পাশাপাশি তিনি একটা বড় মন্তব্য করেন। অর্জুন সিংহ বলেন, “তার সাথে আরও একজন বড় মাপের নেতা বিজেপিতে যোগদান করছেন।” কিন্তু সেই নেতা কে! সেই প্রশ্ন করতেই সাংবাদিকদের উদ্দেশ্যে তেমন কোনো নির্দিষ্ট নাম বলেননি অর্জুনবাবু। তবে পশ্চিমবঙ্গের মধ্যেই সেই নেতা এবং তিনি তৃণমূলের পদাধিকারী বলেও জানিয়ে দিয়েছেন অর্জুন সিংহ। আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। অনেকে বলছেন, তৃণমূলে এখন যেভাবে মুষল পর্ব শুরু হয়েছে, তাতে যে কেউ যোগদান করতে পারে। এমনিতেই নিজের ভাইকে নিয়েও অস্বস্তিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বা বিজেপি ব্যানার্জি পরিবারের কাউকে দলে নেবে কিনা, এটা নিয়েই একটা বড় প্রশ্ন রয়েছে। সেদিক থেকে শান্তনু সেন আবার টিকিট না পেয়ে কিছুটা অভিমানী। তবে তিনি দলের হয়ে কাজ করবেন বলেই জানিয়ে দিয়েছেন। তাই একাধিক নাম ভেসে আসছে। কিন্তু যতক্ষণ না কেউ যোগদান করছেন, ততক্ষণ এই বিষয়ে তেমন কিছু বলা সম্ভব নয়। তাই সবটাই একটা বড় চমকপ্রদ শিরোনাম হওয়ার অপেক্ষায় রয়েছে বলেই মনে করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, অর্জুন সিংহ যখন বলেছেন একটা বড় মাপের নেতা যোগদান করছে, তখন প্রায় সবকিছু পাকা। তলায় তলায় তৃণমূলে এমন কোনো বড় আঘাত আজকে আসতে চলেছে, যেটা তৃণমূল স্বপ্নেও হয়ত কল্পনা করতে পারবে না। আর এর ফলেই চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে শাসক দলে। সবাই হয়ত খোঁজ নিতে শুরু করেছেন যে, কে পাল্টি মারছেন! কে ভোটের মুখে তৃণমূলের সাজানো বাগান তছনছ করে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে? এখনও পর্যন্ত সেই কারণে সুক্ষভাবে নাম ফাঁস করেননি অর্জুন সিংহ। কিন্তু যখন দেখা যাবে যে, কোনো বড় মাপের হেভিওয়েট বিজেপিতে যোগদান করছেন, তখন কিন্তু তৃণমূলের হাহাকার করার মত আফসোস টুকুও থাকবে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!