এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জল্পনায় ইতি, শেষমেষ পদ্মের পথেই অর্জুন! ভোটের মুখে আরও চাপে তৃণমূল!

জল্পনায় ইতি, শেষমেষ পদ্মের পথেই অর্জুন! ভোটের মুখে আরও চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে প্রথমবার বিজেপিতে যুক্ত হয়েছিলেন অর্জুন সিংহ। তারপর বিজেপির তরফে টিকিট পেয়ে ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন তিনি। পরবর্তীতে আবার তৃণমূল কংগ্রেসের যুক্ত হন। কিন্তু এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূল তাকে কথা দিয়েও টিকিট না দেওয়ার কারণে তিনি অভিমানী হয়ে ওঠেন। ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি সরিয়ে দেন অর্জুন সিংহ। এমনকি তার বক্তব্যের মধ্যে দিয়েও একটা জল্পনা তৈরি হয়েছিল যে, তিনি খুব দ্রুত দল বদল করতে পারেন। অবশেষে আজ একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন সেই অর্জুন সিংহ। দলবদল তো করবেন। পাশাপাশি তিনি যে সেই দলবদল করে বিজেপির সঙ্গেই যুক্ত হচ্ছেন, সেটাও স্পষ্ট করে দিলেন এই দাপুটে নেতা।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অর্জুন সিংহ দলবদল করবেন বলে একটা জল্পনা চলছিল। কিন্তু শেষমেষ আজ সাংবাদিক বৈঠক করে তিনি সেই কথা জানিয়ে দেন। অর্জুন সিংহ বলেন, “তিনি বিজেপিতেই যোগদান করছেন।” তবে কবে এই যোগদান পর্ব সম্পন্ন হবে, তা এখনও জানা যায়নি। কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাপারে একটা বড় চিত্র সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে যে বিষয়ে অর্জুন সিংহের অভিমান, সেই বিষয় কি বিজেপিতে গেলে পাকা হয়ে যাবে? তাকে কি বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট দেবে? তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে চর্চা। তবে লোকসভা ভোটের মুখে অর্জুন সিংহের এই দলবদল তৃণমূল গুরুত্ব না দিলেও, ভবিষ্যতে তাদের এক চরম মাশুল চোকাতে হবে বলেই মনে করছেন একাংশ। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সব থেকে বড় নেত্রী বলে মনে করেন, তিনি কিন্তু এবার যতই চালাকি করুন, পশ্চিমবঙ্গে আর এত আসন পাবেন না। আর এটা তিনিও খুব ভালো মতো বুঝতে পারছেন। তাই ক্যামেরার সামনে দেখাতে হবে তিনি অত্যন্ত স্ট্রং, তার দল খুব ভালো পর্যায়ে আছে, তাই এখন অর্জুন সিং চলে গেলেও যে তার কিছু অসুবিধে নেই, সেটা তিনি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন। কিন্তু তলায় তলায় তৃণমূল যে এর ফলে কতটা অস্বস্তিতে পড়লো, সেটা একমাত্র তারাই অনুভব করতে পারছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এক সময় অর্জুন সিংহ বিজেপি থেকে তৃণমূলে গিয়ে যে ভুল করেছিলেন, এটা তিনিও উপলব্ধি করেছেন। তবে অন্যান্য নেতাদের মত দলবদল করার পর বিজেপিকে আর সেই ভাবে আক্রমণ করতে দেখা যায়নি অর্জুন সিংহকে। তাই হয়ত শেষ পর্যায়ে তাকে বিজেপি গ্রহণ করছে। তবে বিজেপিতে অভ্যস্ত অর্জুন সিংহের নতুন করে ঘটা করে যোগদান হবে, নাকি তিনি যেহেতু এখনও বিজেপির সাংসদ, তাই সেভাবে এই যোগদান পর্বের পথে যাবে না ভারতীয় জনতা পার্টি! সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে সকলের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের অবস্থা যখন অত্যন্ত শোচনীয়, তখন অর্জুন সিংহের মতো নেতার দলবদল তৃণমূলকে যথেষ্ট বেগ দেবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!