এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার সামনে উভয় সংকট, মোদীর সভার দিনেই বেকায়দায় ফেললেন দিলীপ!

মমতার সামনে উভয় সংকট, মোদীর সভার দিনেই বেকায়দায় ফেললেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সত্যিই কিছু ভেবে পাচ্ছেন না। দুর্যোগের পর থেকেই তিনি উত্তরবঙ্গে পড়ে রয়েছেন। আজকে আবার কোচবিহারে তার সভা রয়েছে। আবার সেই আজকেই মুখ্যমন্ত্রীর সভার পরে সেই কোচবিহারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মাটি এমনিতেই তৃণমূলের কাছে অত্যন্ত হালকা। তার মধ্যে এবার যা পরিস্থিতি, তাতে আরও খারাপ ফলাফল হওয়ার আশঙ্কা করছে ঘাসফুল শিবির। তাই সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সভার আগে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বুঝিয়ে দেন, “মুখ্যমন্ত্রীর সামনে এখন উভয় সংকট। তিনি যদি উত্তরবঙ্গে আসেন, তাহলে দক্ষিণবঙ্গ উত্তপ্ত হচ্ছে। আবার দক্ষিণবঙ্গে গেলে রাঢ়বঙ্গ উত্তপ্ত হয়ে যাচ্ছে। তিনি এখন ছেঁড়া কাঁথায় সেলাই করার চেষ্টা করছেন, কিন্তু কোনো উপায় নেই।”বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গে জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু চা বাগানে গিয়েও তিনি আবার মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। মানুষ তাকে তাদের দুর্দশার কথা জানিয়েছেন।

তাই বাংলার সব প্রান্তেই যখন দুর্দশা গ্রস্ত চেহারা করে রেখেছে তৃণমূল, তখন উত্তরবঙ্গে গিয়ে সেখানকার পরিস্থিতি করলেও মুখ্যমন্ত্রী গোটা বাংলায় যে জরাজীর্ণ চেহারা তৈরি হয়েছে, তার পরিস্থিতি কোনোদিনই একসাথে ঠিক করতে পারবেন না। তাই এবারের ভোটে তার দলের চরম দুর্দশা দেখার জন্য তিনি অন্তত প্রস্তুত থাকুন। দিলীপ ঘোষের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!