এখন পড়ছেন
হোম > জাতীয় > “একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি।” – মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জয়া বচ্চন

“একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন মমতা। তাঁর লড়াইকে সম্মান করি।” – মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জয়া বচ্চন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কলকাতায় এসেছেন জয়া বচ্চন। তৃণমূলের হয়ে প্রচারে অংশগ্রহণ করবেন তিনি। সম্প্রতি তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে যোগদান করেছিলেন জয়া বচ্চন। বৈঠক থেকে তিনি জানালেন, এখানে তিনি অভিনয় করতে আসেননি। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের কাজে এসেছেন। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এলে বাংলার আরো অনেক উন্নতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা পছন্দ করেন না, তাদেরকে তিনি লজ্জা বলে কটাক্ষ করলেন।

অভিনেত্রী জয়া বচ্চন জানালেন, তিনি হলেন বাংলার মেয়ে। তাঁর নাম জয়া বচ্চন। আগে তাঁর নাম ছিল জয়া ভাদুড়ি। তিনি জানালেন, তাঁর বাবার নাম তরুণ ভাদুড়ি। তাঁরা প্রবাসী বাঙালি, কিন্তু তাঁরা বাঙালি। জয়া বচ্চন জানালেন, এখানে তিনি অভিনয় করতে আসেননি। তাঁর দলের প্রধান অখিলেশ যাদব তাঁকে নির্দেশ দিয়েছেন, বাংলায় তৃণমূলের হয়ে প্রচার করতে। তৃণমূলকে সমর্থন করেছে সমাজবাদী পার্টি। তিনি জানালেন, সমাজবাদী পার্টির প্রধান তাঁকে এই কাজ দেওয়ায় তিনি খুব আনন্দিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর জন্য ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করলেন তিনি। তিনি জানালেন, সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছেন একজন মহিলা। তাঁর মাথা ভাঙ্গা হয়েছে, পা ভাঙ্গা হয়েছে, কিন্তু তাঁর হৃদয় ও মস্তিষ্ককে ভাঙ্গা যায়নি। বাংলাকে বিশ্বের মধ্যে সেরা করে দেয়াই হলো মমতার জেদ। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হলে, আরো অনেক উন্নতি হবে বাংলার। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে অভিনেত্রী জয়া বচ্চন জানালেন,” বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। বাংলা আজ যা ভাবে, করে, তা অন্যান্যরা অনেক পরে। মমতাদিকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা, লজ্জা।” অন্যদিকে, রাজ্যে তৃণমূলের হয়ে জয়া বচ্চনের প্রচার সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন যে, জয়া বচ্চনের প্রতি তিনি বরাবরই শ্রদ্ধাশীল।

কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনের সময়তো তাঁকে প্রচার করতে দেখা যায়নি। তাহলে এখানে কেন তিনি প্রচারে এসেছেন? গণতান্ত্রিক দেশে সকলের নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তবে তিনি মনে করছেন, তৃণমূলের হয়ে প্রচার করতে এসে ভুল সিদ্ধান্তই নিয়েছেন অভিনেত্রী জয়া বচ্চন। অন্যদিকে, এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় জানালেন যে, তিনি মনে করেন অরূপ বিশ্বাস সম্পর্কে সবটা জানলে জয়া বচ্চন তাঁর হয়ে প্রচার করতে আসতেন না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!